বাংলা নিউজ > বায়োস্কোপ > 'বাবার পর প্রেমিক, এখন...' প্রসেনজিতের সঙ্গে কাজ করে মুগ্ধ ‘দেবী চৌধুরানী’, র‌্যাপআপ পার্টিতে জমিয়ে নাচলেন শ্রাবন্তী

'বাবার পর প্রেমিক, এখন...' প্রসেনজিতের সঙ্গে কাজ করে মুগ্ধ ‘দেবী চৌধুরানী’, র‌্যাপআপ পার্টিতে জমিয়ে নাচলেন শ্রাবন্তী

দেবী চৌধুরানীর শ্যুটিং র‌্যাপআপ পার্টিতে হাজির পরিচালক থেকে শুরু করে শ্রাবন্তী, প্রসেনজিৎরা

Devi Chowdhurani: শেষ হল দেবী চৌধুরানী ছবিটির শ্যুটিং। র‌্যাপআপ পার্টিতে হাজির পরিচালক থেকে শুরু করে শ্রাবন্তী, প্রসেনজিৎ সহ সকলেই।

শেষ হল বাংলার বহু প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানীর শ্যুটিং। বড় পর্দায় আসছে বাংলার ব্যান্ডিট কুইন। আর এই ছবির শ্যুটিং শেষ হওয়ার পরই এদিন অনুষ্ঠিত হয়ে গেল র‌্যাপআপ পার্টি। সেখানে দেখা মিলল ভবানী পাঠক থেকে শুরু করে দেবী চৌধুরানী, সাগর, সহ সকলেরই।

দেবী চৌধুরানী ছবির র‌্যাপআপ পার্টি

এদিন কলকাতার একটি অভিজাত রেস্তোরাঁয় বসেছিল দেবী চৌধুরানী ছবিটির র‌্যাপআপ পার্টি। সেখানেই আসতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সৌরভ দাস, ঐন্দ্রিলা সেন, দুর্নিবার সাহা, প্রমুখকে। এই পার্টিতে এসে জমিয়ে নাচেন শ্রাবন্তী। তাঁর নাচের সেই ভিডিয়ো বর্তমানে ভাইরাল।

আরও পড়ুন: ৩ কন্যের কেলেঙ্কারিতে মজে বক্স অফিস, সপ্তমদিনে ৩ কোটি লক্ষ্মীলাভের পর করিনা-কৃতিদের 'ক্রু'র মোট আয় কত?

আরও পড়ুন: 'তুই কি ডাকাত?' স্বস্তিকার আকাশছোঁয়া ফিজ নিয়ে ঘোরতর আপত্তি ছিল সন্তুর! ধমক দিয়ে বলেছিলেন কী কী?

এদিন এই ছবি প্রসঙ্গে পর্দার দেবী চৌধুরানী ওরফে শ্রাবন্তী জানান, 'আমার বহুদিনের ইচ্ছে ছিল আমি পিরিয়ড ছবি করব। অবশেষে সেটা সফল হল। এর আগে ছোটবেলায় পূর্ব পশ্চিম উপন্যাস অবলম্বনে তৈরি হওয়া ধারাবাহিক কাজ করেছি। বুম্বাদা এখানে আমার মেন্টর, এর আগে একটি ছবিতে বাবা হয়েছিলেন, তারপর প্রেমিক। এখন মেন্টর। ফলে ভালোই লাগছে। আগামীতে একসঙ্গে আরও ছবি করতে চাই।' এদিন সিটি সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সে এসেও দারুণ অ্যাকশন করেন। তাঁর, কাজ, ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান শ্রাবন্তী।

অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, 'আমি ধন্য আমায় বারবার নেতাজি, অ্যান্টনি ফিরিঙ্গি, লালন, ভবানী পাঠকের মতো চরিত্র হিসেবে ভাবার জন্য। এক জীবনে এত দারুণ চরিত্র সবাই পান না। আমার এই চরিত্র থেকে বেরোতে সময় লাগবে।'

আরও পড়ুন: দার্জিলিংয়ে শ্যুটিংয়ের ফাঁকে বাবিলকে ছেঁকে ধরল ভক্তরা, অনুরাগীরা প্রশংসায় ভরাতেই মিষ্টি করে কী উত্তর দিলেন?

দেবী চৌধুরানী প্রসঙ্গে

দেবী চৌধুরানী ছবিটি বাংলার সব থেকে বড় বিগ বাজেট ছবি। এটা গোটা ভারত জুড়ে একাধিক ভাষায় মুক্তি পাবে। বাংলা, হিন্দি ছাড়াও ইংরেজি, মালায়লি, তামিল, কন্নড়, ইত্যাদি ভাষায় মুক্তি পাবে। এখানে নাম ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে আছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, প্রমুখ। শুভ্রজিৎ মিত্র এই ছবিটির পরিচালনা করেছেন। এই ছবিটি পুজোর সময় মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

বায়োস্কোপ খবর

Latest News

ডিজিটাল পেমেন্ট লিংক চালু করতে ভারত-সিঙ্গাপুর আলোচনা, বিরাট বিনিয়োগের সম্ভাবনা দিল্লির নয়া মুখ্যমন্ত্রীর বাবা-মা আফজল গুরুর সমব্যথী! স্বাতীর পোস্টে ক্ষুব্ধ আপ 'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.