নাম গোরি নাগরি, রাজস্থানের এই নৃত্যশিল্পীকে বিগ বস-১৬র দৌলতে অনেকেই চিনেছিলেন। নাচের শৈলীর জন্যই বেশ জনপ্রিয় গোরি। রাজস্থান ছাড়াও এখন দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করে থাকেন গোরি। তবে সম্প্রতি নিজের পরিবারের লোকজনের হাতেই মার খেতে হল গোরিকে। ঘটনায় মূল অভিযুক্ত গোরির বড় জামাইবাবু। এদিকে এই ঘটনায় পুলিশ ও অভিযোগ নিতে অস্বীকার করেছে বলে দাবি গোরির।
ঠিক কী ঘটেছে?
ঘটনার ভিডিয়ো গোরি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে নৃশংসভাবে একদল লোককে তাঁর এবং তাঁর টিমের সদস্যদের উপর চড়াও হতে এবং মারধর করতে দেখা যায়। এমনকি একজন যুবকের মেরে মাথাও ফাটিয়ে দেওয়া হয়। ভিডিয়োর সঙ্গে হিন্দিতে ঘটনার কথা তুলে ধরেছেন গোরি নাগরি। লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আমি আপনাদের গোরি। আমি আজকে আমার সঙ্গে কী ঘটেছে তা জানাতে এই ভিডিওটি শেয়ার করছি। ২২শে মে এটি আমার বোনের বিয়ে ছিল। আমি বেঁচে আছি। মের্তা শহরে আমার বাবা ও ভাই নেই। সেখানে আমার এক বড় জামাইবাবু জাভেদ হুসেন আছেন। উনিই আমাকে কিষাণগড়ের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ করেন, বলে তিনি সব ব্যবস্থা করে দেবেন। তখনও বুঝতে পারিনি যে এটা ষড়যন্ত্র। ওখানে আমার জামাইবাবু আর ওঁর লোকজন আমার উপর এবং আমার টিমের সদস্যদের উপর ভয়ানকভাবে আক্রমণ করেন। আমি পুলিশের কাছে গেলে ওরাও অভিযোগ নেননি, বলা হয়, বাড়ির বিষয় মিটিয়ে নিতে। আমি বাড়িতে একা মেয়ে আর আমার মা আছেন, যদি আমাদের আর আমার টিম মেম্বারদের কিছু হয়, তার জন্য দায়ী থাকবেন এই লোকজন। আমি চাইব রাজস্থানের মানুষ আমার পাশে থাকুন, রাজস্থান সরকার, অশোক গেহলটজি, সচিন পাইলটজি আমার পাশে থাকুন, আর দোষীদের শাস্তি দিন।’
ভিডিয়োতে বড় জামাইবাবু জাভেদ হুসেন সহ বাকি অভিযুক্তদেরও নাম নিতে শোনা যায় গোরিকে। এদিকে পুলিশ অভিযোগ নেয়নি বলে যে অভিযোগ গোরি করেছেন, সেটা অস্বীকার করেছেন রাজস্থানে গেগাল থানার এসএইচও। তিনি বলেন, গোরি পুলিশের কাছে গিয়েছিলেন, তবে খাতায় কলমে কোনও অভিযোগ দায়ের করেননি। গোরি যদি কোনও লিখিত অভিযোগ দায়ের করার জন্য বাড়ি থেকে বের হতে চান, পুলিশ তাঁকে পূর্ণ সহযোগিতা করবে। এদিকে ঘটনাক পর থেকে রাজস্থানে নিজের বাড়িতেই আটকে রয়েছেন গোরি নাগরি