স্টার প্লাসের জনপ্রিয় মেগা ‘বিদাই’-এর সুবাদে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সারা খান। রাতারাতি সুপারস্টারের তকমা পাওয়া এই টেলি সুন্দরীর ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে চর্চায়। বিগ বস ৪-এর প্রতিযোগী ছিলেন সারা ও তাঁর সেইসময়কার প্রেমিক আলি মার্চেন্ট। বিগ বসের ঘরেই ‘নিকাহ’ সেরেছিলেন দুজনে।
তবে শো শেষ হতে না হতেই পথ আলাদা হয় দুজনের। দু-মাসেই ভেঙেছিল সেই ‘বিয়ে’। গোটা ঘটনাকেই পাবলিসিটি স্টান্ট বলে কটাক্ষ করেছিল নিন্দকরা। এরপর দু-বার বিয়ে সেরে ফেলেছেন আলি, সারাও জড়িয়েছেন একাধিক সম্পর্কে। দীর্ঘদিন ধরেই পাইলট-হোটেল ব্যবসায়ী শান্তনু রাজের সঙ্গে সম্পর্কে ছিলেন সারা। ২০২৩ সালেই বিয়ে করবেন দুজনে, এমন খবরও শোনা গিয়েছিল। তবে বছর শেষের আগেই এল বিচ্ছেদের খবর। পারস্পরিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, ইনস্টাগ্রাম পোস্টে জানান সারা।
অভিনেত্রী লেখেন, ‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমি এবং আমার সঙ্গী আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, জীবনে আমরা একা এগোতে চাই। একে অপরের প্রতি শ্রদ্ধা আজীবন থকাবে, সকলের কাছে অনুরোধ আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।’
মাসকয়েক আগেই সারা জানিয়েছিলেন শান্তনুর সঙ্গে বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। হঠাৎ করেই কী বদলে গেল? নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই খোলামেলা সারা। শান্তনুর সঙ্গেও প্রেম গোপন রাখেননি। আলির সঙ্গে তিক্ত অতীতের অভিজ্ঞতার জেরে দীর্ঘসময় মানসিক অবসাদে ভুগেছেন সারা, সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিলেন শান্তনু।
সিদ্ধার্থ কাননের শো-তেও প্রেমিকের হাত ধরে হাজির হয়েছিলেন সারা। জানিয়েছিলেন, শুরুতে এই সম্পর্কে এগোতে কিন্তুবোধ ছিল তাঁর। শান্তনু তাঁর স্টারডমকে ব্যবহার করছেন কিনা তা যাচাই করেই এগিয়ে ছিলেন সারা। পাশাপাশি আলির সঙ্গে নিজের বিয়ে নিয়েও সাফাই দেন অভিনেত্রী। বলেন আলির সঙ্গে তাঁর ব্রেকআপ হয়েছিল, ডিভোর্স নয়। সেই বিয়ে আইনসম্মত ছিল না, তাই তাঁর নামের পাশে ডিভোর্সি তকমা সাঁটা অনুচিত।
‘বিদাই’-এর পাশাপাশি স্পাই বহু, তেরি পলকো কি ছাঁও মে ২, দিল বোলে ওবেরয়, শক্তি- অস্তিত্ব কে এয়সাস কি'-র মতো জনপ্রিয় শো-তে দেখা মিলেছে তাঁর। ‘হামারি অধুরি কাহানি’ ছবিতেও বিদ্যা বালান-ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সারা।
প্রসঙ্গত কিছুদিন আগেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিগ বস জুটি আসিম রিয়াজ এবং হিমাংশি খুরানা। ধর্মের জন্য আলাদা হয়েছেন তাঁরা, আনুষ্ঠানিক বিবৃতিতে জানান হিমাংশি। অন্যদিকে এজাজ ও পবিত্র পুনিয়ার এনগেজমেন্ট ভাঙার জল্পনাও তুঙ্গে।