ওটিটি-তেও বেশ জনপ্রিয়তা পেয়েছে বিগ বস। প্রথম সিজন সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন করণ জোহর। আর সেই সিজনের বিজেতা ছিলেন দিব্যা আগরওয়াল। শিল্পা শেট্টির বোন শমিতা শেট্টি, প্রতীক সেহজপালদের হারিয়ে জিতে নেন এই কন্যে। সিজন ২ বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। দেখা যাচ্ছে জিও সিনেমায়। সোমবার ১৪ অগস্ট এবারের সিজনের ফাইনাল। যদিও ‘ফুকরা ইনসান’ অভিষেক অসুস্থ, ভর্তি হাসপাতালে। তাই ফাইনালের তারিখ নিয়ে সংশয় দেখা যাচ্ছে। নির্মাতারা একদিন পিছিয়ে দিতে পারেন বলেও শোনা যাচ্ছে।
ফাইনালিস্টের তালিকায় রযেছেন এলভিস যাদব, অভিষেক মালহান, মনীষা রানি, পূজা ভাট এবং বেবীকা ধ্রুবে। তবে খবর বলছে, ভোট পাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন এলভিস আর অভিষেক। দুজনেই ইউটিউবার। দুজনের ভক্তের সংখ্যা নেহাত কম নয়।
খবর বলছে, এলভিস যাদব এখনও পর্যন্ত ৮০০, ৯৯, ৯৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অভিষেক মালহান পেয়েছেন, ৬০০, ৯৮, ৩৬৫ ভোট। বিজেতা পুরস্কার হিসেবে পাবেন ২৫ লক্ষ টাকা। আর ট্রফি। বিগ বস ওটিটি থেকে হয়তো কেউ কেউ সরাসরি চান্স পেয়ে যেতে পারেন টিভির বিগ বস ১৭-তেও। যেভাবে আগেরবার এন্ট্রি পেয়ে গিয়েছিল শমিতা শেট্টি, প্রতীক সেহজপালরা।
খবর, ফাইনালিস্টদের মধ্যে সবচেয়ে কম ভোট নাকি পেয়েছেন নব্বইয়ের সেনসেশন ফেলে দেওয়া নায়িকা মহেশ-কন্যা পূজা ভাট। এবারের সিজনে পূজা বরাবরই নিজের বক্তব্য বেশ জোড়ালো গলায় জানিয়ে এসেছেন। কেউ কেউ তাঁর নামের সঙ্গে ট্যাগিয়ে দিয়েছেন ‘অহংকারী’ তকমা। তবে সেসবে ভাবিত নন পূজা একেবারেই। বরং সাদা-কে সাদা আর কালো-কে কালো বলার শিক্ষাই তিনি ছোট থেকে পেয়েছেন বলে তাঁর অভিমত।
এদিকে, এলভিস-অভিষেক-মনীষার বন্ধুত্বও এবারের সিজনের ইউএসপি। বিগ বসের ঘরের লোকদের ট্রোল করার সঙ্গে সঙ্গে, এরা তিনজন নিজেদের ট্রোল করার সুযোগও ছাড়তেন না। যেমন হাসি ঠাট্টা করতেন ফাটিয়ে, তেমনই ঝগড়াও। নেটপাড়ার একাংশের দাবি, বিগ বস ওটিটি-র সিজন মাতিয়ে রেখেছিলেন এরাই। যদিও মাঝ সিজনে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি হয় এলভিসের। শুরু থেকে ছিলেন মনীষা আর অভিষেক।
অন্য দিকে, বেবিকা আবার বিখ্যাত তাঁর ‘গন্দি বাত’-এর জন্য। ঝগড়া লাগলেই মুখ খারাপ করা, গালাগালি করা থেকে হাতাহাতি, একাধিকবার বিগ বস থেকে শুরু করে সলমন খানের রোষে পড়তে হয়েছে বেবিকাকে। অবশ্য এতে, ভোট পাওয়ায় কমতি হয়নি। বরং ভরে ভরে ভোট পেয়ে পৌঁছে গিয়েছেন সোজা ফাইনালে।
এখন দেখার, কার হাতে শো-র সঞ্চালক সলমন খান তুলে দেবেন ট্রফি?