বাংলা নিউজ > বায়োস্কোপ > Bipasha-Devi: দেবীর পাশে শুয়ে ঘুমোচ্ছে করণ, বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন বিপাশা

Bipasha-Devi: দেবীর পাশে শুয়ে ঘুমোচ্ছে করণ, বাবা-মেয়ের মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন বিপাশা

স্বামী করণ ও মেয়ে দেবীর ছবি পোস্ট করলেন বিপাশা

Bipasha-Karan baby girl: এটাই তো ভালোবাসা…. মেয়ের পাশে ঘুমিয়ে রয়েছেন করণ, বাবা-মেয়ের আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি করলেন বিপাশা। 

মেয়ের বয়স সবে তিন সপ্তাহ। মা হওয়ার পর থেকে বদলে গিয়েছে বিপাশার গোটা জীবন। মাতৃত্বের স্বাদ চেটেপুটে নিচ্ছেন এই বঙ্গললনা তা আর নতুন করে বলবার দরকার নেই। দেবীকে সামলে সময় পেলে সোশ্যাল মিডিয়াতেও চোখ বুলিয়ে নিচ্ছেন বিপস, আর মাঝেমধ্যে মেয়ের ঝলক ফ্যানেদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন বঙ্গসুন্দরী। মঙ্গলবারই মেয়ে দেবীর সঙ্গে স্বামী করণ সিং গ্রোভারের আদুরে এক মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরলেন বিপাশা।

ছবিতে দেখা গেল মেয়ের সঙ্গে খেলতে খেলতে একরত্তির পাশেই ঘুমিয়ে পড়েছে করণ। বাবা-মেয়ের ছবি শেয়ার করে বিপাশা লেখেন, ‘এটাই তো ভালোবাসা… আমার হৃদয় করণ আর দেবী’। ছবিতে দেবীর দেখা মিলল গোলাপি পোশাকে, হাতে গোলাপি দস্তানা, দু-হা দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছে বিপাশা-কন্যা। বাবার মুখপানে চেয়ে রয়েছে দেবী। করণের হাত দেবীর বুকের উপর রাখা। বোঝাই গেল মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমের দেশে পাড়ি দিয়েছেন করণ। এখনও পর্যন্ত মেয়ের মুখ দেখাননি তারকা দম্পতি।

করণ-বিপাশা ভক্তরা মুগ্ধ এই মিষ্টি ছবি দেখে। একরত্তিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে নেটপাড়া। গত মাসের ১২ তারিখ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মেয়ের জন্ম দেন ‘জিসম’ তারকা।

গত অগস্ট মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শিলমোহর দিয়েছিলেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী। আর নভেম্বরেই করণ-বিপাশার ঘরে আসে লক্ষ্মী। মেয়ের প্রথম ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে দেবী তৈরির ‘রেসিপি’ ভাগ করে নিয়েছিলেন বিপাশা। অভিনেত্রী লেখেন, তাঁরা তিলে তিলে দেবীকে গড়েছেন। করণ আর বিপাশা নিজেদের সিকি কাপ করে বিলিয়ে দিয়েছেন। সঙ্গে মিশিয়েছেন আধ কাপ মায়ের (পড়ুন দেবী মায়ের) ভালবাসা আর আশীর্বাদ। এই দুই উপকরণ ভাল করে মিশে যেতেই তার মধ্যে ছুঁইয়ে দিয়েছেন জাদুকাঠি! আর উপরে টপিংস হিসাবে ছড়িয়েছেন কয়েক ফোঁটা রামধনুর রং, দেবদূতের ধুলোকণা এবং ইউনিকর্নের চমক। এক্কেবারে শেষে তাকে সাজিয়ে নিয়েছেন সৌন্দর্য দিয়ে।

বায়োস্কোপ খবর

Latest News

নিম্নচাপ দুর্বল হলেও ভারী বৃষ্টি হবে মঙ্গলে! বুধ থেকে বর্ষণ বাড়বে, কোথায় কোথায়? রেলপথে পুনরায় চালু হল ভারত-বাংলাদেশ বাণিজ্য রয়েছে অত্যাধিক চাপ, ইস্তফা দিতে চাইছেন রায়গঞ্জ মেডিক্যালের সুপার ১৮ বছর পর কন্যায় শুক্র, সূর্য, কেতুর যুতি! দুর্গাপুজোর আগে লাকি কারা? ইলন মাস্কের সঙ্গে এবার এক সারিতে ভারতের আদানি, বিশ্বের প্রথম দুজন ট্রিলিওনার ফাস্ট ট্র্যাক কোর্টে সব মিলিয়ে জমে আছে দুই লক্ষেরও বেশি মামলা-রিপোর্ট United Arab Emirates Women বনাম Namibia Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? দলীপ ট্রফির দ্বিতীয় ম্যাচে অভিমন্যু ঈশ্বরনের দলে রিঙ্কু সিং, রিপোর্ট ‘‌সীমান্ত সিল করা হোক যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে’‌, কড়া নির্দেশ মমতার ‘বললেন কী করে? ছিঃ’, মমতার ‘উৎসবে ফিরে আসুন’ বার্তায় ক্ষুব্ধ মানসী-অনিন্দিতারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.