বাংলা নিউজ > বায়োস্কোপ > কিংবদন্তি নায়িকা রীনা রায়ের সঙ্গে খুদে হৃতিক আর টুইঙ্কল! পারলেন খুঁজে বের করতে?

কিংবদন্তি নায়িকা রীনা রায়ের সঙ্গে খুদে হৃতিক আর টুইঙ্কল! পারলেন খুঁজে বের করতে?

রীনা রায়ের সঙ্গে একতা, তুষার, হৃতিক, টুইঙ্কলরা। 

রীনা রায় আর স্টারকিডডের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যাতে চোখে পড়ছে খুদে একতা, তুষার, হৃতিক, টুইঙ্কদের। 

কিংবদন্তি অভিনেত্রী রীনা রায়ের একটি পুরনো ফোটো হাতে এসেছে রেডিটের। যেখানে স্টার কিডদের নিয়ে বসে আছেন অভিনেত্রী। দেখা মিলল হৃতিক রোশন, সুনেয়না রোশন, একটা কাপুর, তুষার কাপুর, টুইঙ্কল খান্নাদের।

একগাল হেসে ছবির জন্য পোজ দিয়েছেন রীনা। চার পাশে ৭০-এর দশকের স্টার কিডরা। ছোট্ট হৃতিক বসে আছেন দিদি সুনেয়নাকে পাশে নিয়ে। জিতেন্দ্রর দুই ছেলে মেয়ে একতা আর তুষারও পাশাপাশি বসে। ছবিতে দেখা মিলল আমজাদ খানের ছেলে-মেয়ে আহলাম খান, শাদাব খান। রিনার পিছনে দাঁড়িয়ে থাকা খুদেই টুইঙ্কল খান্না। পাশে দিদি পিঙ্কি।

বছরখানেক আগে তুষার কাপুরই এই ছবিটা শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর জানিয়েছিলেন, এই ছবি তোলা হয়েছিল কাশ্মীরে ৭০-এর দশকে। লিখেছিলেন, ‘সেই সময়ের খ্যাতনামা অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে বাচ্চারা… খেলায় ব্যস্ত। আমি যদি ভুল না হই এই ছবি শ্রীনগরে (কাশ্মীর) তোলা সেভেন্টিসে।’

এই ছবি মনে ধরেছে নেটপাড়ার। বিশেষ করে হৃতিক আর টুইঙ্কলের ভক্তরা তো বিশ্বাসই করতে পারছেন না তাঁদের পছন্দের তারকারা এত্ত কিউট ছিল। এখানে অনেকে আবার রীনা রায়ের মুখের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন সোনক্ষি সিনহার। এমন না এই প্রথম অভিনেত্রীকে তুলনা করা হল রীনা রায়ের সঙ্গে, আগেও অনেকে এই দুই অভিনেত্রীর চেহারায় মিল পেয়েছেন। প্রসঙ্গত, শত্রুঘ্ন আর রীনা একাধিক ছবিতে কাজ করেছেন একসঙ্গে-- কালীচরণ, বে রহেম আর বিশ্বনাথে।

 

বন্ধ করুন