বাংলা নিউজ > বায়োস্কোপ > Bomb Blast near Sunny Leone's Fashion Show Venue: সানি লিওনের অনুষ্ঠান কেন্দ্রের কাছে বিস্ফোরণ ইম্ফলে

Bomb Blast near Sunny Leone's Fashion Show Venue: সানি লিওনের অনুষ্ঠান কেন্দ্রের কাছে বিস্ফোরণ ইম্ফলে

সানি লিওনের অনুষ্ঠানের একদিন আগে বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল

Bomb Blast near Sunny Leone's Fashion Show Venue: মণিপুরের হাত্তা কাংজেইবুং এলাকায় আচমকাই বম্ব ব্লাস্ট হয়। যদিও ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। এখানেই সানি লিওনের ফ্যাশন শো অনুষ্ঠিত হওয়ার কথা, তার আগে এমন ঘটনায় উদ্বিগ্ন সকলেই।

রবিবার, ৫ ফেব্রুয়ারি মণিপুরের ইম্ফলের একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা সানি লিওনের। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহর। এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা সেই অঞ্চলের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে শনিবার, ৪ ফেব্রুয়ারি। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এই বম্ব ব্লাস্টের ঘটনাটি হাত্তা কাংজেইবুং এলাকায় ঘটেছে। এটি ইম্ফলে অবস্থিত। যদিও কী থেকে এই বিস্ফোরণ ঘটল সেটা জানা যায়নি। কোনও এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল নাকি গ্রেনেড থেকেই এমন ঘটনা ঘটল সেটা এখনও বোঝা যায়নি।

এখনও পর্যন্ত কোনও আতঙ্কবাদী দলের তরফে এই ঘটনার দায়ভার স্বীকার করা হয়নি। শনিবার ভোর ৬.৩০ নাগাদ ইমফলের হাত্তা কাংজেইবুং এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে।

যেখানে সানি লিওনের যাওয়ার কথা সেই স্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।

কোটেশন গ্যাং নামক একটি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত আছেন সানি লিওন। এই ছবির শ্যুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেটারই ভিডিয়ো বানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। তাঁর এই আঘাতের কথা সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সানি। তিনি তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন 'আমার টিম আমায় আমায় বেশি ভয় পাইয়ে দেয়।'

অভিনেত্রী যে ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে দেখা যায় তাঁর পা কেটে গিয়েছে। শ্যুটিং করতে গিয়ে পায়ের বুড়ো আঙুলের অনেকটাই কেটে যায় তাঁর। শুধু কেটে যায় এমনটাই নয়, রীতিমত রক্ত বেরোতে থাকে। তিনি সেটার একটা ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে তাঁকে তাঁর কস্টিউমে দেখা যায়। তাঁর গোটা টিম তাঁকে নিয়ে এই অবস্থায় ব্যস্ত হয়ে পড়ে এবং সাহায্য করতে ছুটে আসে। তাঁরা এই ক্ষতটার একটা প্রাথমিক ড্রেসিং করিয়ে দেন।

বন্ধ করুন