বাংলা নিউজ > বায়োস্কোপ > বরণ: নকল বউ ‘তিথি’কে ভুলে নায়রাকে বিয়ে করবে রুদ্রিক? আসছে বিরাট টুইস্ট

বরণ: নকল বউ ‘তিথি’কে ভুলে নায়রাকে বিয়ে করবে রুদ্রিক? আসছে বিরাট টুইস্ট

শেষমেষ কি তিথি-রুদ্রিক বুঝবে একে অপরের মনের কথা? (ছবি সৌজন্যে- হটস্টার)

‘আর যাই ভুলে যাও, রুদ্রিক আর আমার সম্পর্কটা ভুলো না’, তিথিকে সচেতন করল নায়রা। 

রুদ্রিককে শুধরানোর শপথ নিয়ে বাড়ির নকল বউ হয়ে এসেছিল তিথি। কিন্তু ঝগড়া দিয়ে শুরু কাহিনি ধীরে ধীরে রঙ বদলাচ্ছে, পালটে যাচ্ছে সম্পর্কের মানে। নায়রার সঙ্গে রুদ্রিকের বিয়ের প্রস্তুতি তুঙ্গে, অথচ রুদ্রিকের মন জুড়ে এখন শুধুই তিথি। 

বৃহস্পতিবারের এপিসোডে দর্শক ইতিমধ্যেই দেখেছে রুদ্রিকের মনের বদলে যাওয়া মন নিয়ে সন্দেহ প্রকাশ করছে নায়রা। তিথির প্রভাবে একটু একটু করে পালটে যাচ্ছে রুদ্রিক, রবীন্দ্র নৃত্যনাট্যে অংশ নিচ্ছে, পারিবারিক ব্যবসার দায়িত্ব নিতেও তৈরি সে। এমনকি নিজে দাঁড়িয়ে থেকে দিদি (সন্বিতা)-র বিয়ে দেওয়ার কথা জানিয়েছে রুদ্রিক। 

হবু শ্বশুর আর রুদ্রিকের গ্র্যানির মন আগেই জয় করে নিয়েছে তিথি, সন্বিতাও এখন তিথির মূল্য বুঝেছে সব দেখে কিছুটা হলেও শঙ্কিত নায়রা। সটান রুদ্রিকের কাছে তাঁর প্রশ্ন, ‘তিথি কি তোর মনও জয় করে নিয়েছে? দেখ, কদিন পর আমাদের বিয়ে, তিথি চলে যাওয়ার পর ওকে মিস করলে সেটা কিন্তু আমি মানতে পারব না’। পরিস্থিতি বেগতিক দেখে তা সামলাতে ময়দানে নামে তিথি। নায়রাকে আশ্বস্ত করে বলে বাস্তবজীবনে রুদ্রিকের 'শ্যামা’ নায়রাই হবে। 

এই ‘অপদার্থ, অপগণ্ড ছেলে আমার টাইপের নয়, আমার পিছনে কত ভালো ভালো ছেলে ঘুরছে’, সে কথাও জানিয়ে দেয় তিথি। যা শুনে রুদ্রিক মেজাজ হারায়, ‘মেঘনাথবধ কাব্য পড়ে দেখিয়ে দেব’ এমন কথাও বলতে শোনা যায়। সাহেবিয়ানা ছেড়ে রুদ্রিককে খাঁটি বাঙালি হিসাবে গড়ে তোলবার লক্ষ্যে বেশ খানিকটা এগিয়েছে তিথি, কিন্তু রুদ্রিকের মন কি আদতে বুঝবে সে? 

সন্বিতা কিন্তু ইতিমধ্যেই ভাইয়ের মনের অবস্থা আঁচ করতে পারছে। তিথির সঙ্গে রুদ্রিকের সম্পর্কটা আসলে ঠিক কী? তা ভেবে দেখবার উপদেশও দেয় সে। সব মিলিয়ে রুদ্রিকের মন জুড়ে বেশ ‘কনফিউশন’। জীবনে প্রথমবার এমন অনুভূতির মুখোমুখি হয়ে বেশ বিপাকে সে। 

সিরিয়ালের আগমী এপিসোডে রুদ্রিক-তিথির টক-ঝালমাখা প্রেম নতুন মোড় নিতে চলছে, নায়রাকে বিয়ের আগেই তিথিকে মনের কথা কীভাবে বলবে রুদ্রিক? তা জানবার অপেক্ষায় ভক্তরা। 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আদিত্য অতীত, 'ভালোবাসি…' নতুন প্রেমিককের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শ্রদ্ধা ৪টে রিলিজে ৪টেই সফল! অতি উত্তম থেকে টেক্কা নিয়ে সৃজিত লিখলেন, ‘২০২৪ ভীষণ…’ বরণ থেকে সিঁদুর খেলা, দেবীর বিদায় বেলায় রোমান্টিক মুডে গৌরব-দেবলীনা ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সোমে ২ জেলায় বৃষ্টি, বুধ থেকে ফের বর্ষণ বাড়বে বাংলায়, লক্ষ্মীপুজোয় ভাসতে চলেছে? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.