বৈশাখি সন্ধ্যায় আজীবনের জন্য চার হাত এক হচ্ছে আদৃত-কৌশাম্বির। আর কোনও জল্পনা-কল্পনা নয়, বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন ফুলকির জা নিজে। ৯ই মে প্রেমিক আদৃত রায়ের গলায় মালা দেবেন অভিনেত্রী। এখনও এই সুখবর হজম করে উঠতে পারেনি মিঠাই ভক্তরা। আসলে প্রেম নিয়ে বরাবরই প্রছন্ন নীরবতা বজায় রেখেছেন দুজনে। আরও পড়ুন-‘৯ই মে আমাদের বিয়ে…’, আদৃতেই বাঁধা পড়ছেন কৌশাম্বি! নিজের মুখে জানালেন ‘দিদিয়া’
মিঠাই ধারাবাহিকের সূত্রে বন্ধুত্ব দুজনের। অনস্ক্রিন ভাই-বোনের প্রেম নিয়ে কম কাটাছেঁড়ার মুখে পড়েননি তাঁরা, সেই জন্যই এই লুকোচুরি। তবে কথায় আছে ‘মিয়াঁ-বিবি রাজি, তো ক্যায়া করেগা কাজি’। নিন্দুকদের মুখে ঝামা ঘষে গাঁটছড়া বাঁধছেন তাঁরা। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলেই বিয়ের শপিং সারছেন কৌশাম্বি, তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট হবু কনের। সাদাকালো ছবি দিলেন রোহিতের বউদি ‘পারোমিতা’! কৌশাম্বির এমন রূপ দেখে হাঁ সবাই।
সরু ফিতের ব্লাউজে সুস্পষ্ট অভিনেত্রীর বুকের খাঁজ। হ্যান্ডলুম শাড়ির ফাঁকে উঁকি দিচ্ছে নায়িকার পাতলা কোমর! ছিমছাম সাজ আর হালকা মেকআপে মোহময়ী কৌশাম্বি। অভিনেত্রীর এই রূপসাগরে ডুব দিয়েছেন আদৃতও। চটজলদি সেই ছবিতে ভালোবাসার চিহ্ন আঁকেন আদৃত। ছবির কমেন্ট বক্সে উপচে পড়ছে বিয়ে নিয়ে প্রশ্ন, একজন লেখেন- ‘সত্যি কি তোমারা ৯ই মে বিয়ে করছো?’ আরেকজন লেখেন,'উফ! গ্লো করছো তো এখন থেকেই'।
৯ই মে অর্থাৎ ২৭শে বৈশাখ ছাদনা তলায় বসছেন আদৃত-কৌশাম্বি। প্রেম বা বিয়ে নিয়ে খুব বেশি আলোচনা হোক চান না তাঁরা। তবে বিয়ের মাত্র দিন কুড়ি আগে সত্যিটা বলে দিলেন কৌশাম্বি। এই সময়কে খবরের সত্যতা নিশ্চিত করে আদৃত-প্রিয়া বলেন, ‘আগামী ৯ মে আমাদের বিয়ে। আদৃতের সঙ্গেই নতুন জীবন শুরু করব। বাঙালি রীতি মেনেই বিয়ে হবে। এখনই আর কিছু বলছি না। ধীরে ধীরে সবটা সবাইকে জানাব’। হ্যাঁ, ৯ তারিখ বিয়ে, দু-দিন পর অর্থাৎ ১১ই মে বসবে রিসেপশনের আসর।
বর্তমানে ‘ফুলকি’ সিরিয়ালে অভিনয় করছেন কৌশাম্বি। সেই সেটেই নাকি এখন বসন্তের হাওয়া। আদৃতকে আগামিতে দেখা যাবে ‘পাগল প্রেমী’ ছবিতে। এসভিএফের প্রযোজনায় তৈরি অভিরূপ ঘোষের এই ছবিতে আদৃতের নায়িকা নবাগতা মুনমুন। কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন আদৃত। শোবিজের জগতে পা রাখার আগে থেকেই সুপ্রিয়ার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। তবে বছর দুয়েক আগে সেই সম্পর্ক ভাঙে। এখন আদৃতের মন জুড়ে শুধুই কৌশাম্বি।