ছবিতে যে মা মেয়ের জুটিকে দেখা যাচ্ছে তাঁদের চিনতে পারছেন? এঁরা দুজনেই কিন্তু বলিউডের খ্যাতনামা অভিনেত্রী। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে আছে কাপুর পরিবারের যোগ। কী এবার পারলেন চিনতে? এঁরা হলেন ববিতা কাপুর এবং তাঁর বড় মেয়ে করিশ্মা কাপুর। এদিন ববিতা কাপুরের জন্মদিন। সেই উপলক্ষ্যে এই ছবি দিয়ে মাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
ববিতার জন্মদিনে কী লিখলেন করিশ্মা?
২০ এপ্রিল ৭৭ বছরে পা দিলেন ববিতা কাপুর। বর্ষীয়ান প্রাক্তন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি আদুরে পোস্ট করেন তাঁর বড় মেয়ে করিশ্মা কাপুর। তিনি তাঁর ছোটবেলার একটা পুরোনো অদেখা ছবি পোস্ট করে মাকে শুভেচ্ছা জানান। করিশ্মা কাপুর এদিন এই ছবিটি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন আমার সুন্দরী মা।' তিনি এই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন শুভ জন্মদিন, সেরা মা, আমাদের পৃথিবী, ইত্যাদি।
আরও পড়ুন: 'আরও রিসার্চ প্রয়োজন ছিল...' ভুলে ভরা অজয়ের ময়দান! তথ্য বিকৃতির অভিযোগ ফুটবলারদের পরিবারের
দিদির এই পোস্টে করিনা কাপুর কমেন্ট করে লেখেন, 'আচ্ছা, এবার বুঝলাম তুই আর আমি কেন এত হট!' কেবল করিনা কাপুর নন, ঋদ্ধিমা কাপুর, অমৃতা আরোরা, সহ অন্যান্যরাও ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মায়ের জন্মদিনে কী লিখলেন করিনা?
করিনা কাপুর এদিন একাধিক ছবি পোস্ট করে মাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তাঁর দুই পুত্র জেহ আর তৈমুর দিদিমার জন্য কার্ড বানাচ্ছে, সেই ছবি, কার্ডের ছবি এবং মাকে জড়িয়ে থাকা অবস্থায় করিনার একটি ছবি। এই ছবিগুলো পোস্ট করে করিনা কাপুর লেখেন, 'শুভ জন্মদিন আমাদের পৃথিবী, আমার মা।'
প্রসঙ্গত করিনা কাপুরকে শেষবার ক্রু ছবিতে দেখা গিয়েছে। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে এই ছবিটি। অন্যদিকে করিশ্মা কাপুরের মার্ডার মুবারক ছবিটি অনলাইনে মুক্তি পেয়েছে কয়েকদিন আগে।