২০২২ সালটা এমনিতেই মন্দ কেটেছে অক্ষয় কুমারের। একের পর এক সিনেমা হলে এলেও সাফল্যের মুখ দেখেনি একটা সিনেমাও। আশা ছিল ২০২৩ সালে হয়তো ওহ মাই গড ২ দিয়ে ঘুরে দাঁড়াবেন খিলাড়ি কুমার। কিন্তু সেন্সরবোর্ডের জটিলতায় অক্ষয়-পঙ্কজের সিনেমা। জানা যাচ্ছে, ওএমজি ২-কে সেন্সর বোর্ডের তরফ থেকে দেওয়া হয়েছে ‘A’ শংসাপত্র। অর্থাৎ শুধুমাত্র প্রাপ্তবয়স্করা দেখতে পারবেন সিনেমা।
অক্ষয় কুমারের দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার ‘এ’ সার্টিফিকেট প্রাপ্ত কোনও ছবি মুক্তি পেতে চলেছে। বাদ গিয়েছে বেশ কয়েকটি দৃশ্য। যার মধ্যে একটিতে ছিল ফ্রন্টাল ন্যুডিটি, যা নাগা সাধুদের ফুটেজ দিয়ে প্রতিস্থাপিত করা হয়েছে। বদলের তালিকায় আছে ভগবানকে মদ উৎসর্গ করার ডায়লগও। খবর, নির্মাতারা ছবির থেকে একটি কন্ডোমের বিজ্ঞাপনের পোস্টারও সরিয়ে ফেলেছেন। আবার খবর মিলছে, ইঁদুরের বিষ লেখা একটা বোতল থেকে ইঁদুর কথাটা মুছে ফেলা হয়েছে। বাদ গিয়েছে কোর্ট রুমে বিচারকের সেলফি নেওয়া, ‘উজ্জয়ন’ শহরের উল্লেখ। সব মিলিয়ে নাকি ২৫টিরও বেশি দৃশ্যকে বাদ দেওয়া বা বদল করা হয়েছে।
ওএমজি ২-তে ভগবান শিব হয়েছেন অক্ষয়। টিজার বেরনোর পর থেকেই সতর্ক হয়ে যায় সেন্সর বোর্ড। সপ্তাহখানেক আগে আদিপুরুষ নিয়ে তাঁরা যে বিতর্কের সম্মুখীন হন তা আর বাড়াতে চাননি নির্মাতারা। ফলত, বেশ কড়া হাতেই ধরেন হাল। তাই তো ছবি মুক্তিতে মাত্র দু সপ্তাহ বাকি থাকলেও এখনও আসেনি সিনেমার ট্রেলার।
ওএমজি ২ বিতর্কে পড়ে যখন মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত মহেশ শর্মা মন্দিরের দৃশ্যগুলি সিনেমা থেকে মুছে ফেলার দাবি জানান। দাবি মানা না হলে সিনেমার বিরুদ্ধে আন্দোলনে নামবেন বলেও ঘোষণা করে দেন। তিনি এএনআইকে বলেন, ‘ওহ মাই গড ২ সিনেমাটিকে সেন্সর বোর্ড একটি শংসাপত্র দিয়েছে। এই শংসাপত্রটি প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু রয়েছে এমন সিনেমার জন্য সংরক্ষিত। আমরা দাবি করছি যে কিছু দৃশ্য, যা মহাকাল মন্দিরে শুট করা হয়েছিল, সেগুলি সরানো হোক কারণ এটি দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। আমাদের দাবি মানা না হলে আমরা সারাদেশে বিক্ষোভ করব।’
টিজার বলছে, ওমজি-র মতো এখানেও ভগবান অক্ষয়। তবে আগেরবারের মতো নাস্তিক পরেশ রাওয়াল নন, অক্ষয় সাহায্য করবেন আস্তিক পঙ্কজকে। যে শিব পূজারী। এই পরিবার বিপদে পড়়লে ভক্তকে দিশা দেখাতে আসবেন স্বয়ং শিব। সম্ভবত, আত্মহত্যা করবে কোনও নাবালক। যা এখনও স্পষ্ট নয়। এখন দেখার, অভিনেতার কেরিয়ারের হাল ফেরাতে কতটা পারে ওএমজি ২। ছবিতে পঙ্কজ-অক্ষয় ছাড়াও আছেন ইয়ামি গৌতম।