বাংলা নিউজ > বায়োস্কোপ > Chanchal Chowdhury: 'আমার ইচ্ছে আছে, কিন্তু...' কমলেশ্বরের গণদেবতায় থাকছেন না চঞ্চল? কী বললেন ‘হাওয়া’র নায়ক

Chanchal Chowdhury: 'আমার ইচ্ছে আছে, কিন্তু...' কমলেশ্বরের গণদেবতায় থাকছেন না চঞ্চল? কী বললেন ‘হাওয়া’র নায়ক

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দেবু পণ্ডিতের চরিত্রে এবার চঞ্চল চৌধুরী

Chanchal Chowdhury on Ganadevata: সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত দেবু পণ্ডিতের চরিত্রে এবার চঞ্চল চৌধুরী। কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘গণদেবতা’ এবার আসছে সিরিজ রূপে।

চঞ্চল চৌধুরী বাংলায় একের পর এক দুর্দান্ত প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে চমক দিয়েই চলেছেন। এখন আর কারও জানতে বাকি নেই যে আগামীতে তাঁকে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে তিনি কাজ করবেন। এবার জানা গেল আরও একটি কাল্ট চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় তাঁকে দেখা যেতে পারে তাও সৌমিত্র চট্টোপাধ্যায়ের করে যাওয়া দেবু পণ্ডিতের চরিত্রে। যদিও ওপার বাংলার এই অভিনেতা জানিয়েছেন এখনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন।

কমলেশ্বর মুখোপাধ্যায় নাকি ইতিমধ্যেই এই সিরিজের চিত্রনাট্য নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘গণদেবতা’র উপর ভিত্তি করেই তিনি এই সিরিজের স্ক্রিপ্ট লিখছেন। এই সিরিজের প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। আর এ হেন সিরিজের দেবু পণ্ডিতের চরিত্রের অফার গিয়েছে চঞ্চলের কাছে।

কেবল চঞ্চল চৌধুরী নন, এপার বাংলার অন্যতম স্বনামধন্য অভিনেত্রী অরুণিমা ঘোষকেও এই সিরিজে দেখা যাবে। তিনি এখানে দুর্গার চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া কিঞ্জল নন্দ, লোকনাথ দে, প্রমুখকেও অন্যান্য চরিত্রে দেখা যাবে।

আরও পড়ুন: নতুন পদ রাঁধছেন প্রসূন, সঙ্গী হয়েছেন চঞ্চল! ব্যাপারটা কী

নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ওয়েব সিরিজ এবং চরিত্রের বিষয়ে নিজের মতামত জানান চঞ্চল। অভিনেতা বলেন, 'এখনও কিছুই ফাইনাল হয়নি। প্রাথমিক আলোচনা হয়েছে। আমার ইচ্ছে আছে এই কাজটি করার। ব্যাপারটা চূড়ান্ত হলে জানতে পারবেন।'

তবে এটাই প্রথমবার নয় যখন সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস নিয়ে কাজ হচ্ছে। ১৯৭৪ সালে তরুণ মজুমদার একই গল্পের উপর একটি ছবি তৈরি করেছিলেন। সেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়। এখানে ফুটে উঠেছে ১৯২০ সালে ব্রিটিশ শাসনের সময় কীভাবে গ্রাম বাংলার আর্থ সামাজিক কাঠামো ভেঙে পড়েছিল সেই কথা। তবে কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই সিরিজে চঞ্চল চৌধুরী থাকছেন কিনা শেষ পর্যন্ত সেটা সময়ই বলবে।

বন্ধ করুন