‘দোস্তজী’র পর ফের নতুন ছবি শুরু করতে চলেছেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। এদিন সেটারই ইঙ্গিত দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে রীতিমত সবাইকে চমকে দিলেন।
প্রসূন চট্টোপাধ্যায়ের আগামী ছবিতে তাঁর সঙ্গে কাজ করতে পারেন ওপার বাংলার স্বনামধন্য অভিনেতা, একই সঙ্গে এপার বাংলার অতি পরিচিত মুখ চঞ্চল চৌধুরী। আর সেই আভাসই প্রসূন তাঁর পোস্টে দিলেন।
চঞ্চল চৌধুরী ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও দাপিয়ে কাজ করছেন। তাঁকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘পদাতিক’ -এ দেখা যাবে। তিনি সেখানে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন। সকলেই সেই ছবির জন্য মুখিয়ে আছেন। তারই মধ্যে এল এই সুখবর।
প্রসূনের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে পাশাপাশি বসে আছেন পরিচালক অভিনেতা। প্রসূনের পরনে সাদা শার্ট এবং l ছাই রঙের প্যান্ট। তার পাশে টিশার্টের উপর একটি শার্ট পরে বসে চঞ্চল। পরিচালক তাঁকে জড়িয়ে রেখেছেন, দুজনের মুখেই হাসি। এই ছবি পোস্ট করে প্রসূন চট্টোপাধ্যায় লেখেন 'এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!'।
এই কথা প্রকাশ্যে আসার পর দর্শক তো বটেই টলিউডের অন্দরেও হইচই পড়ে গিয়েছে। এই পরিচালক অভিনেতার যুগলবন্দী যদি সত্যিই তৈরি হয় তাহলে যে সেটা দারুণ ব্যাপার হবে বলার অপেক্ষা রাখে না।
মোস্তফা সরওয়ার ফারুকি প্রসূনের পোস্টে কমেন্ট করে লেখেন, 'পদ যেটাই হোক, শুভ কামনা! গুড টু সি টু অব মাই ব্রাদার্স টুগেদার!' সুদীপ্তা চক্রবর্তী এখানে এসেও মশকরা শুরু করেন। তিনি মজা করে লেখেন, 'রান্না ভালো করতে গেলে এক্সপেরিয়েন্সড রাঁধুনিও তো লাগে, নাকি? Resume-টা পাঠিয়ে রাখব?' তাঁর কথা উত্তরে পরিচালক বলেন 'কী যে বলো! আগে বাজার করা হোক।' রাজ হামিদও এখানে কমেন্ট করে মনের কথা জানিয়ে লেখেন, 'শুভ কামনা, দুর্দান্ত কিছুর অপেক্ষায় !'
কেবল তারকারা নন, অনেক ভক্তরাও এখানে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'দুজনেই ভীষণ ভীষণ প্রিয়। প্রসূন ভাইয়ের ছবিতে প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখতে চাই। অনেক শুভ কামনা রইল দুজনের জন্য।' অন্য আরেকজনের মতে 'উপকরণ যখন মজুত তখন নতুন কিছু রান্না হয়ে যাক।' আরেক নেট নাগরিক লেখেন, 'দারুণ কিছু আসতে চলেছে তাহলে।'
প্রসঙ্গত চঞ্চল চৌধুরীর সঙ্গে কাজ করার আভাস দিলেও কী নিয়ে তাঁদের ছবি হবে, গল্পে কোন জিনিস উঠে আসবে এসব কিছুই জানা যায়নি।