হলুদ রঙের হাত কাটা প্রিন্টেট জামা, কোঁকড়ানো চুল আর প্রাণ জুড়ানো মিষ্টি হাসি! এই খুদে বর্তমানে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। মাস কয়েক হল টেলিভিশন থেকে ছুটি নিয়েছেন, কিন্তু অনুরাগীরা এখনও দিনরাত তাঁকে মিস করে চলেছেন। বড়পর্দায় অভিনয় শুরু করেছিলেন, তবে টেলিভিশনের সৌজন্যেই তিনি স্টার। কী চিনতে পারলেন এই পুচকেকে?
বুঝতে না পারলে আরেকটু খোলসা করা যাক। অভিনয় নয়, গানই তাঁর প্রথম ভালোবাসা। নায়কের গানের গলা যে দুর্দান্ত তা একবাক্যে স্বীকার করতে বাধ্য হবেন আপনিও। এই খুদের প্রেম জীবন নিয়ে চর্চার শেষ নেই। প্রাক্তন সহ-অভিনেত্রীর সঙ্গেই নাকি প্রণয় ডোরে বাঁধা পড়েছেন তিনি। যদিও এটাই তাঁর জীবনের প্রথম প্রেম নয়।
এর আগে প্রায় এক দশক ধরে এক সুন্দরীর সঙ্গে প্রেম করেছিলেন আজকের এই হ্যান্ডসাম নায়। বিয়ের দিনক্ষণও পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সম্পর্ক ভাঙেন অভিনেতা। নেপথ্যে নাকি ছিল অনস্ক্রিন ‘দিদিয়া’র প্রতি তাঁর টান। এবার বুঝেছেন তো? আরেকটু বিস্তারিত বললে, এই নায়ককে ভালোবাসে আজকাল অনেকেই উচ্ছে খেতে ভালোবাসেন।
হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এই খুদে আর কেউ নন, আট থেকে আশি, সবার প্রিয় অভিনেতা আদৃত রায়, মানে মিঠাইয়ের উচ্ছেবাবু। 'মিঠাই' ধারাবাহিকের সৌজন্যে অভিনেতা আদৃত রায় এখন ঘরে ঘরে জনপ্রিয়। অভিনেত্রী সৌমিতৃষার সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন যেমন চর্চায় থেকেছে, তেমনই কৌশাম্বির সঙ্গে প্রেম নিয়েও কম আলোচনা হয়নি।
এর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত। বছর দুয়েক আগে সেই সম্পর্ক ভেঙে যায়। ছোট পর্দায় অভিনয়ের আগে, বড় পর্দাতেও কাজ করেছেন অভিনেতা আদৃত রায়। ছোট থেকেই গান-বাজনার প্রতি ঝোঁক আদৃতের। গিটার বাজিয়ে গান গাইতে ভীষণ ভালোবাসেন আদৃত। তাঁর একটি রক ব্যান্ডও রয়েছে। ‘পোস্টার বয়েজ’ ব্যান্ডের লিড সিঙ্গার আদৃত। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেও ভোলেন না সঙ্গীত চর্চা করতে।
রাজ চক্রবর্তী প্রযোজনা সংস্থার হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ইন্দো-বাংলাদেশি ছবি ‘নূর জাহান’। সেখানে মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর ‘প্রেম আমার ২’, দেবের ‘পাসওয়ার্ড’ ছবিতেও গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘পরিণীতা’ ছবিতেও শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। আগামিতে অভিরূপ ঘোষের ‘পাগলপ্রেমী’ ছবিতে দেখা যাবে আদৃতকে। এই ছবিতে নবাগতা মুনমুন রায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।