এপ্রিল মাসেই কন্যা সন্তানের জন্ম দেন দেবিনা বন্দ্যোপাধ্যায় আর গুরমিত চৌধুরী। মেয়ের নাম রেখেছেন তাঁরা লিয়ানা। এতদিন খুদের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেও, মুখখানা দূরেই রেখেছিলেন ক্যামেরার থেকে। তবে এবার ভক্তদের সব প্রত্যাশা মিটল। দেখা মিলল লিয়ানার। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে মেয়ের পরিচিতি করালেন এই তারকা জুটি।
আগামীকাল ৩ মাসে পা দেবে লিয়ানা। একটি সাদা রঙের ক্রোসেটের ড্রেস পরেছে খুদে লিয়ানা। গুরমিত-দেবিনা চোখ বন্ধ করে চুমু খাচ্ছেন মেয়ের মাথায়। ক্য়াপশনে দেবিনা লিখলেন, ‘এই যে লিয়ানা… আমাদের হৃদয় ওর কাছে গিয়ে মিশেছে। আমরা খুব খুশি এটা জানতে পেরে যে আমার আশেপাশের মানুষগুলো এত ভালোবাসে আমার মেয়েকে, আর ওর মুখটা দেখার জন্য অধীরে অপেক্ষা করে আছে।’
ইতিমধ্যেই মেয়ের নামে ইনস্টাগ্রামে একটি প্রোফাইল খুলেছেন দেবিনা-গুরমিত। ইতিমধ্যেই সেখানে ১৮ হাজারের বেশি ফলোয়ার্স। মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি সেখানে শেয়ার করে থাকেন নতুন মা-বাবা।
২০১১ সালে বিয়ের বাঁধনে আটকা পড়েন গুরমিত-দেবিনা। এনডিটিভি ইমাজিনের ‘রামায়ণ’ সিরিয়ালের সুবাদে শুরু এই প্রেমের গল্প। বিয়ের এক দশক পর তাঁদের কোল আলো করে এসেছে লিয়ানা।
মেয়ে হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল দেবিনাকে। যার জবাবও দিয়েছিলেন তিনি। দুই মা (নিজের মা ও শাশুড়ি), বর গুরমিত ও মেয়ে লিয়ানার লসঙ্গে নিজের একটা ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আপনাদের মনে অনেক প্রশ্ন। কেন আমি আমার মেয়েকে এভাবে ধরি। কেন শাশুড়িকে আন্টি বলি।’ তিনি এরপর যোগ করলেন, ‘আমি শুধু বলতে চাই আমার চারপাশে রয়েছে কিছু নিরাপত্তাপ্রাদনকারী হাত, যেমন আপনারা দেখছেন। যারা আমাকে বলে, সব ঠিক আছে।’