বাংলা নিউজ > বায়োস্কোপ > Debina Bonnerjee: দুই মেয়েকে ভাবলোবাসায় ভরালেন মাম্মি দেবিনা, আবেগপ্রবণ বার্তা অভিনেত্রীর

Debina Bonnerjee: দুই মেয়েকে ভাবলোবাসায় ভরালেন মাম্মি দেবিনা, আবেগপ্রবণ বার্তা অভিনেত্রীর

দুই মেয়ের ছবি শেয়ার করলেন দেবিনা

Debina Bonnerjee: সদ্য দুই মেয়ের সঙ্গে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবিনা। চলতি বছর দুই সন্তানের মা হয়েছেন অভিনেত্রী।

মাত্র সাত মাসের ব্যবধানে পর পর দু'বার মা হয়েছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্য়ায়। গুরমিত চৌধুরী এবং দেবিনার কোল আলো করে এসেছে দুই কন্যা। চলতি বছর ৩ এপ্রিল বড় মেয়ে লিয়ানার জন্ম দেন অভিনেত্রী। এর চার মাসের মাথায় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন। গত ১১ নভেম্বর দ্বিতীয় বার মা হন দেবিনা।

সদ্য দুই মেয়ের সঙ্গে নেটমাধ্যমের পাতায় ছবি শেয়ার করেছেন অভিনেত্রী দেবিনা। প্রথম ছবিটি বড় মেয়ে লিয়ানার সঙ্গে। লালা ওড়না জড়ানো লিয়ানার গায়ে। মায়ের কোলে বসে আদরল খাচ্ছে। পরের ছবিতে একরত্তি ছোট মেয়ের হাত ধরে অভিনেত্রী। দেবিনার ছবিতে ভালোবাসা উজাড় করেছেন নেটিজেনরা।

আরও পড়ুন: পরিণতি পেল দীর্ঘদিনের প্রেম,শতরূপ-পহেলির বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর বিমান বসুর

ছবি শেয়ার করে ক্যাপশনে দেবিনা লিখেছেন, ‘তোমারা দুজনেই আজীবনের জন্য় আমার হৃদয়ের পরিবর্তন করেছ। ভালোর জন্যই।’ পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে এক ভক্ত কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসা, ভালোবাসা এবং ভালোবাসা!! এই ভালবাসার মত এই পৃথিবীতে কিছুই নেই, বোন।’ অপর একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘লিয়ানাকে দেখতে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে শুধুই যেন তাকিয়ে থাকি।’

২০০৮ সালে রামায়ণের সেটে প্রথম আলাপ দেবিনা আর গুরমিতের। ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০২১ সালে দেন মা হওয়ার খবর। সেই সময়ই দেবিনা জানিয়েছিলেন প্রেগন্যান্সি আসা নিয়ে নানা ধরনের সমস্যা ছিল, একসময় ভেবেছিলেন কখনও মা-ই হতে পারবেন না। এরপর ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম হয় মেয়ে লিয়ানার।

বড় মেয়ে হওয়ার চার মাসের মাথাতেই খবর দেন দ্বিতীয় প্রেগন্যান্সির। দুই মেয়ে নিয়ে এখন ভরা সংসার দেবিনা-গুরমিতের। ছোট মেয়ে এখনও অনেকটাই ছোট। তাই মেয়ের নাম এখনও ঠিক করেননি তাঁরা। তবে মেয়ের নাম ঠিক হলে নিজেরাই জানিয়ে দেবেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন দেবিনা।

 

বন্ধ করুন