দীর্ঘ দিনের সম্পর্কে শিলমোহর। বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিপিআইএম-এর যুব নেতা শতরূপ ঘোষ। পাত্রী দীর্ঘদিনের বান্ধবী পহেলি সাহা। কোনও ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, ৪ ডিসেম্বর কেবল সই সাবুদ করেই বিয়ে সারলেন এই জুটি। রাজ্য কমিটির তরুণ সদস্যর বিয়ের সাক্ষী হিসেবে স্বাক্ষর দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
রুবি হাসপাতালের কাছে বিষ্ণু বিজলী গার্ডেনে বসেছিল নব দম্পতির ছিমছাম বিয়ের আসর। বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনদের নিয়ে বিয়ে সেরেছেন এই জুটি। তাঁদের বিয়ের কার্ডেও ছিল চমক। প্রজাপতি-ব্রহ্মা নয়, কাস্তে হাতুড়ি, কলকাতার ট্রাম এবং একাধিক ছবিতে বিয়ের কার্ড সাজানো হয়।
অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়, সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত, প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যা তথা অভিনেত্রী উষশী চক্রবর্তী, বাম-ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র-সহ সিপিআইএম-এর একাধিক নেতা-নেত্রীরা।
আরও পড়ুন: Kisi Ka Bhai Kisi Ki Jaan: নতুন করে ছবির এক দৃশ্যের শ্যুটিং করেছেন সলমন, রিপোর্ট
কলেজ জীবনে প্রথম আলাপ শতরূপ এবং পহেলির। দুজনেই আশুতোষ কলেজে পড়তেন। সেখান থেকেই আলাপ ও প্রেম। পহেলিও দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একসময় আশুতোষ কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিলেন। বর্তমানে অবশ্য সক্রিয়ভাবে রাজনীতিতে নেই পহেলি। তবে তাঁর আরও একটা পরিচয় আছে। টলিপাড়ার চেনা মুখ তিনি। কলকাতার একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থায় জনসংযোগ আধিকারিক পহেলি।
অন্যদিকে, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। সুদর্শন-তরুণ এই রাজনীতিবিদ প্রায়শই নানা টেলিভিশনের খবরের চ্যানেলের প্যানেলে অংশগ্রহণ করেন। যুব সমাজের মধ্যে সুবক্তা হিসেবে পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়া, নানা তর্কবিতর্কের অনুষ্ঠানেও নিয়মিত দেখা মেলে তাঁর।