বাংলা নিউজ > বায়োস্কোপ > Deepika Padukone-Abram Khan: বিশ্বকাপের ফাইনালে আব্রামকে আদর দীপিকার, নেটপাড়া বলছে, 'যেন জওয়ানের ঐশ্বর্য আর আজাদ'

Deepika Padukone-Abram Khan: বিশ্বকাপের ফাইনালে আব্রামকে আদর দীপিকার, নেটপাড়া বলছে, 'যেন জওয়ানের ঐশ্বর্য আর আজাদ'

বিশ্বকাপের ফাইনালে আব্রামকে আদর দীপিকার

Deepika Padukone-Abram Khan: ভারত বনাম অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। এসেছিলেন শাহরুখ খান, গৌরী খান এবং সুহানা ও আব্রাম।

শাহরুখ খান তাঁর গোটা পরিবারকে সঙ্গে নিয়ে রবিবার, ১৯ নভেম্বর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। অন্যদিকে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংও হাজির ছিলেন ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ ম্যাচ দেখতে। তখনই দীপিকা আর আব্রামের একটি মিষ্টি মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে দীপিকা-আব্রাম

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একাধিক তারকাকে দেখা যায়। শাহরুখ খান স্ত্রী গৌরী খান এবং মেয়ে সুহানা আর ছেলে আব্রামকে নিয়ে এসেছিলেন খেলা দেখতে। অন্যদিকে মাঠে ছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। অন্যান্যবারের মতোই এবারেও আব্রামকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন দীপিকা। তিনি যে শাহরুখের এই ছোট পুত্রটিকে ভীষণই স্নেহ করেন সে কথা সকলেরই জানা। এদিন যেন সেটাই আবার প্রমাণিত হয়ে গেল

মাঠে সুহানাকে দেখে তাঁকে একটি চুমু খান রণবীর। তারপরই আব্রামকে জড়িয়ে ধরেন দীপিকা। তাকে দেখেই অভিনেত্রীর মুখে চওড়া হাসি ফুটে ওঠে। চুমুও খান তাঁকে।

আরও পড়ুন: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে

আরও পড়ুন: 'তোমাদের জন্য গর্বিত', মাঠে বসে গলা ফাটানোর পর রোহিতদের জন্য বিশেষ বার্তা শাহরুখের

কে কী বলছেন?

অনেকেই এই পোস্টে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ঠিক যেন আরারারি মোমেন্ট।' কেউ আবার লেখেন, 'দেখে মনে হচ্ছে জওয়ান ছবির আজাদ এবং ঐশ্বর্য।' 'ওদের সম্পর্কটাই এমন। দীপিকা ওকে এভাবেই আদর করেন' মন্তব্য আরেকজনের।

ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনাল

১৯ নভেম্বর গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ভারত বনাম অস্ট্রেলিয়া। ২০০৩ এর স্মৃতি উসকে আরও একবার অসিদের কাছে পরাজিত হল ভারত। টানা দশ ম্যাচ জিতে প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন রোহিতরা। এদিন বিরাটদের মতো গোটা দেশকে স্বপ্নভঙ্গের কারণে ভেঙে পড়তে দেখা যায়। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৪০ রান তোলে ভারত। পরে চেজ করতে নেমে সহজেই সেই রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

মাঠে এদিন খেলা দেখতে শাহরুখ, রণবীর, দীপিকা ছাড়াও ছিলেন অনুষ্কা শর্মা, আথিয়া শেট্টি, সৌরভ গঙ্গোপাধ্যায়, আশা ভোঁসলে, প্রমুখ। নরেন্দ্র মোদীও হাজির ছিলেন এদিন মাঠে।

বন্ধ করুন