বাংলা নিউজ > বায়োস্কোপ > ICC World Cup Final: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে

ICC World Cup Final: সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা, অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর জড়িয়ে ধরলেন কোহলিকে

সাফল্যের পর ব্যর্থতাতেও বিরাটের পাশে অনুষ্কা

ICC World Cup Final: ২০০৩ এর দুঃস্বপ্ন আবারও কুড়ি বছর পর ফিরে এল। আবারও বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত অস্ট্রেলিয়া। আবারও অসিদের কাছে হারল রোহিতদের টিম।

আরও একটা দুঃস্বপ্নের রাত গোটা ভারতবাসীর কাছে। টানা দশটা ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারটা অনেকেরই হজম হচ্ছে না। কিন্তু যাঁরা এতদিন এক টানা এতগুলো ম্যাচ জেতালেন তাঁদের কী অবস্থা? গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনালে অসিদের কাছে হারার পরই বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা। সহধর্মিণীর মতোই পাশে থেকে দিলেন সান্ত্বনা। একাধিক বলি তারকারাও ভারতীয় ক্রিকেট দলের এই চেষ্টা, তাঁদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন।

বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা

২০০৩ এর সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও কুড়ি বছর পর ফিরে এল। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় এদিন ভারত, আর অতীতের পুনরাবৃত্তি ঘটিয়ে ফের হারে ভারতীয় ক্রিকেট দল। তবে ফাইনালে হারলেও গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তাঁরা। নিজেদের পারফরমেন্স দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বিরাট-রোহিতরা। ফাইনালের দিনও পঞ্চাশ রান করেন বিরাট। সেই মুহূর্তে যেমন অনুষ্কা খুশি হয়েছিলেন। ঠিক তেমনই ভারত যখন হেরে যায় তার কিছু পরেই বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। ভরসা দেন তাঁকে। তাঁদের এই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। যদিও ছবিতে বিরাটের মুখ দেখা যাচ্ছে না। কেবল জার্সির নাম এবং নম্বর দেখা যাচ্ছে।

আরও পড়ুন: টুপি-বুট পরে বিশ্বকাপের ফাইনালে গাভাসকর যেন কাউ বয়! ট্রোলের পর কী পরলেন মায়ান্তি?

আরও পড়ুন: ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে মন জিতলেন শাহরুখ, আশা ভোঁসলের জন্য কী করলেন কিং খান?

এদিন মায়ের সঙ্গে মাঠে এসেছিলেন অনুষ্কা। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি আবারও গর্ভবতী। এই অবস্থাতেও বিরাট এবং গোটা দলকে সমর্থন করতে মাঠে হাজির ছিলেন তিনি। সঙ্গে কেএল রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী আথিয়া শেট্টিকেও দেখা যায়। এছাড়া ছিলেন রোহিতের স্ত্রী রিতিকা, রবীন্দ্র জাদেজার স্ত্রী, প্রমুখ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে এদিন একাধিক বলি তারকারা মাঠে এসেছিলেন। শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, সহ আশা ভোঁসলেকে দেখা যায় ভারতের হয়ে গলা ফাটাতে। এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এছাড়া সদগুরু, সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস রাত পোহালেই মহাষষ্ঠী, প্রিয়জনকে পাঠিয়ে দিন দিনটির শুভেচ্ছাবার্তা, কী লিখবেন? 'ব্রা ঢেকে রাখো', কেন আলানাকে বকা দিলেন বাবা চিক্কি পান্ডে? ব্যাটারিই কালপ্রিট! হাতের মুঠোয় থাকা হরিয়ানায় হেরে দাবি কংগ্রেসের, ‘আমরা হারিনি’ নিজের বাড়িতেই খুন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, ব্যারাকপুরে তদন্তে পুলিশ, কারণ কী? মুলতালে শতরান ৩ পাক ব্যাটারের! পাল্টা লড়াই শুরু ইংরেজদেরও…বড় রানের লক্ষ্যে রুট ফুচকাওয়ালার স্টল ফেলে ভেঙে দিলেন সিংঘি পার্কের কর্মকর্তারা, ঘটনা ঘিরে শোরগোল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.