বলি তারকারা সবসময়ই থাকেন তাঁর নিশানায়। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। তবে সকলকে অবাক করে দিয়ে ডীপ্পীর প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানায়তের বোন তথা ম্যানেজার রঙ্গোলি চান্দেল। ছপাকের ট্রেলারে মুগ্ধ রঙ্গোলি। ছবিতে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগারওয়ালের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
টুইটারের দেওয়ালে রঙ্গোলি লেখেন, ‘অসাধারণ! প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত, অনবদ্য’। রঙ্গোলি নিজে একজন অ্যাসিড আক্রান্ত। তাঁর জীবনের কঠিন অধ্যায়ের কথা আরও একবার মনে করিয়ে রঙ্গোলি লেখেন, 'এই ছবির সুবাদে মেঘনা এবং দীপিকা অনেকের মন ছুঁয়ে নেবেন। আমি এবং আমার গোটা পরিবারকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আমি মনে করি একজন অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের গল্প গোটা দেশের মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত, আশা করি এটা বক্স অফিসে সফল হবে'।
মার্চ মাসে যখন ছপাকের পোস্টার রিলিজ করেছিল, তখনও টুইটারের দেওয়ালে রঙ্গোলি জানিয়েছিলেন এই ছবির সবচেয়ে বড়ো চিয়ারলিডার হতে চলেছেন তিনি। যদিও এরপর জুলাই মাসে দীপিকার কড়া সমালোচনা করেন রঙ্গোলি। অভিনেত্রীর 'দ্য লিভ লাফ লভ ফাউন্ডেশন' এর সাফল্যে দীপিকার 'বারাতি স্টাইল' নাচের সমালোচনা করেছিলেন রঙ্গোলি।
২০০৬ সালে হিমাচলে থাকাকালীন রঙ্গোলি এবং তাঁর আর একজন বন্ধুর ওপর অ্যাসিড আক্রমণ হয়। অনেকদিন হাসপাতালে মানসিক এবং শারীরিক যন্ত্রণার সাথে লড়াই করতে হয়েছে তাঁকে। ৫৭ রকম অস্ত্রপোচারের পর স্বাভাবিক জীবনে ফিরে আসেন রঙ্গোলি। ফলে ছাপাকের সঙ্গে নিজের জীবনকে সহজেই যুক্ত করতে পেরেছেন রঙ্গোলি।
ছপাকে মালতির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এই ছবির সঙ্গেই প্রযোজক হিসাবে পথচলা শুরু করলেন রণবীর সিং ঘরনি। ছবিতে দীপিকার পাশাপাশি মুখ্য ভূমিকায় রয়েছেন বিক্রান্ত মাসি। মেঘনা গুলজার এক্কেবারে নিজের স্টাইলে লক্ষ্মীর লড়াইয়ের গল্প তুলে ধরেছেন এই ছবিতে,তা ট্রেলারেই স্পষ্ট।
বিয়ের পর এটাই হতে চলেছে দীপিকার প্রথম ছবি। ট্রেলার লঞ্চের মঞ্চেও আবেগপ্রবণ দীপিকাকে দেখতে পেয়েছে দর্শক। প্রথমবার ছপাকের ট্রেলার দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেন নি দীপিকা।
২০০৫ সালে ১৫ বছরের লক্ষ্মী আগারওয়ালের মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল তাঁরই এক পরিচিত। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে লক্ষ্মী এবং কেমনভাবে হাজার হাজার লক্ষ্মীর অনুপ্রেরণা হয়ে ওঠে সে, সেই গল্পই রূপোলি পর্দায় তুলে ধরবেন রাজি খ্যাত পরিচালক মেঘনা গুলজার। নতুন বছরের দ্বিতীয় শুক্রবার, ১০জানুয়ারি মুক্তি পাবে ছপাক।