বলিউডের ব্যস্ততম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একইভাবে কাজ নিয়ে ব্যস্ত থাকেন স্বামী রণবীর সিং-ও। সম্প্রতিই তাঁদের দাম্পত্য জীবন জড়িয়েছে বিতর্কে। কফি উইথ করণ শো-তে এসে এমন কিছু মন্তব্য করে ফেলেন তাঁরা যা শুনে কেউ কেউ অভিনেত্রীর চরিত্র নিয়েই তুলতে থাকে প্রশ্ন। এখন আবার দীপিকা বলে বসলেন তিনি আর রণবীর এতটাই ব্যস্ত থাকেন যে একে-অপরের সঙ্গে দেখা করতে প্রয়োজন পড়ে পরিকল্পনার। শিডিউল করতে হয় আলাদাভাবে।
এক সাক্ষাৎকারে দীপিকা বললেন, ‘স্বামীর সঙ্গে সময় কাটানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে সঙ্গীকে সময় দিতেই হবে... আমি আর রণবীর উভয়েই খুব চেষ্টা করি। এটা কখনোই একতরফা হতে পারে না। আমাদের এটা শিডিউল করতে হয়। আমাদের পেশা এমন যে কেউ একমাসের জন্য ভ্রমণ করতে পারে। কখনও কখনও খুব গভীর রাতে ফিরতে হতে পারে। বা হয়তো খুব ভোরেই বেরিয়ে পড়লেন। এমন সময় আছে যখন আমরা একই শহরে থাকি কিন্তু একে অপরের সঙ্গে দেখা করতে খুব কম সময়ই পাই। তবে আমরা একে-অপরের সঙ্গে আর পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’
কীভাবে তিনি আর রণবীর সময় কাটান সে প্রসঙ্গে বলতে গিয়ে দীপিকা জানান, ‘আমি নাচ করতে ভালোবাসি। কখনও কখনও এমনও হয়েছে সাপ্তাহিক ছুটির দিনে, আমার স্বামী এবং আমি বসার ঘরে গান বাজাচ্ছি আর নাচ করছি। এভাবে ভোর ৪টে অবধি আমরা একে-অপরকে নিজেদের প্লে লিস্ট দেখাচ্ছি আর একসঙ্গে নাচ করছি।’
চলতি বছরে দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে পাঠান আর জওয়ান ছবিতে। দুটো সিনেমাই হিট হয় বক্স অফিসে। ১০০০ কোটির উপর ব্যবসা করে দুটি ছবিই। কাজের সূত্রে, তাঁকে পরবর্তীতে দেখা যাবে সিংঘম ৩, ফাইটার ও কল্কি ২৮৯৮ এডি-তে।
কফি উইথ করণ-এ দীপিকার বিতর্কিত মন্তব্য:
দীপিকা বলেন, ‘অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারও সঙ্গে অ্যাটাচড হতে চাইনি তখন। কমিটেড হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে যতদিন না ও প্রপোজ করেছে ততদিন কমিটেড ছিলাম না।’
এরপর দীপিকা বলেন, ‘তখন অন্য অনেকের সঙ্গে দেখা করতাম। কিন্তু আবার একে ওর কাছেই ফিরে আসতাম। অন্য কারও দেখা করে, কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না যা ওর থেকে পেতাম। তাই আমি মানসিক ভাবে ওর প্রতিই কমিটেড ছিলাম সে যতই অন্য কারও সঙ্গে দেখা করি বা কথা বলি না কেন।’