বলিউডে একের পর এক ব্লাকবাস্টার হিট ছবি রয়েছে দীপিকা পাড়ুকোনের। তেমনি একাধিক ইন্টারন্য়াশনাল ব্র্যান্ড যেমন কার্টিয়ার এবং লুই ভিতোঁরও মুখ বলিউডের এই হট ডিভা। আলিয়া, দীপিকা এবং প্রিয়াঙ্কা এই তিনজন এখন ভারতের বাইরেও বিশ্বব্যাপী পরিচিত মুখ। তবে দীপিকা জানিয়েছেন, এলভির সঙ্গে প্রথম চুক্তি হওয়ার পর প্রথমে নাকি তিনিও বিশ্বাস করতে পারেননি।
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, প্রথমে তিনি ভেবেছিলেন ব্র্যান্ডটি তাঁকে ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে ব্যবহার করবে। অর্থাৎ তাঁদের পণ্যগুলির সঙ্গে পোজ দিতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে বলবে। অভিনেত্রী বলেছেন, ‘গত বছর যখন ইথান জেমস গ্রিনের সঙ্গে লুই ভিতোঁর ক্যাম্পেইনের জন্য শ্যুটিং সেরেছিলাম, আমি মনিটরে লোগো সহ ছবিগুলো দেখে নিজেই মনে মনে ভেবেছিলাম, হ্যাঁ, যাই হোক না কেন, ওর নিজেদের সোশ্যাল মিডিয়ায় রাখবে। আমাকে ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবহার করবে। সেটা ভেবেই এগিয়ে গিয়েছি’। আরও পড়ুন: সিঁদুর পরে প্রিয়াঙ্কা, কুর্তা-পাজামায় নিক! দীপাবলিতে জোনাস-বাড়িতে ভারত-ভারত আমেজ
তাড়াতাড়ি অভিনেত্রী বুঝতে পারেন, ব্র্যান্ডটি নিয়ে তিনি যা ভেবেছিলেন তেমনটা নয়। তিনি বলেছেন, ‘কয়েক মাস পরে, আমি ফিল্ম ফেস্টিভ্যালের জুরির অংশ হিসাবে কানে গিয়েছিলাম। রেড কার্পেটে যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেলাম এই বিশাল স্টোরফ্রন্টে আমার মুখ। আচমকা অনেক কিছু অনুভব করতে পারলাম’।
পশ্চিমে তিনি যতই সাফল্য পান না কেন, ভারতই সবসময় ‘বাড়ি’তে থাকতে চান দীপিকা। অভিনেত্রীর কথায়, 'বিশ্বব্যাপী প্রভাব ফেলতে কেন আমাকে ব্যাগ এবং লাগেজ নিয়ে চলাফেরা করতে হবে? আমার মডেলিং ক্যারিয়ারের শুরুর দিকে, আমার কাছে বিদেশে যাওয়ার প্রস্তাব ছিল এবং ভারতের সমস্ত ফ্যাশন গুরুরা বলেছিলেন, 'আপনার এখানে থাকা উচিত নয়, আপনার প্যারিস, নিউ ইয়র্ক বা মিলানে থাকা উচিত' এবং আমাক মনে হয়েছিল, ‘না, ওই জায়গাগুলো আমার বাড়ি নয়। ভারতেই আমার বাড়ি’।
কার্টিয়ার এবং এলভি ছাড়াও, দীপিকা তাঁর নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড 82E-এরও মুখ।