'দিদি নম্বর ওয়ান'-এর দৌলতে নিত্যদিনই আলোচনায় থাকেন রচনা বন্দ্যোপাধ্যায়। আম-আদমি ছাড়াও মাঝেমধ্যেই রচনার 'দিদি নম্বর ওয়ান'-এর প্রতিযোগী হয়ে আসেন টেলিপর্দা ও বড়পর্দার তারকারাও। সম্প্রতি সেখানে এসেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মানসী সিনহা। সে তো না হয় হল, কিন্তু রচনাকে এ কী প্রশ্ন করে বসলেন মানসী!
মানসী, রচনাকে বলেন, ‘আমার একটা প্রশ্ন আছে, তুই তোর ছেলের বিয়ে কবে দিবি?’ প্রশ্ন শুনে চমকে যান রচনা। হকচকিয়ে গিয়ে রচনা বলেন, ‘বয়স এখনও হয়নি!’ আর এরপরই মানসী বলেন, ‘আমি এটা চাই, যে তুই ছেলের বিয়ে দিবি, শাশুড়ি হবে, তাহলে যদি তোর একটু বয়স বাড়ে।’ এমনকথায় না হেসে পারেননি রচনা।
মানসী সিনহা আরও বলেন, ‘আমি তোর দিদি ছিলাম, মা, মাসি হয়ে গিয়েছি। এরপর তো ঠাকুমা, দিদিমা হয়ে যাব, কিন্তু তোর তো বয়স বাড়ছে না। তুই শাশুড়ি হলে যদি একটু বয়স বাড়ে। ছেলেকে বল, বাবা, তুই বড় হয়ে তাড়াতাড়ি বিয়ে কর, জনগনের এটাই দাবি।’
আরও পড়়ুন-ইঞ্জিনিয়ারিং ছেড়ে হঠাৎই অভিনয়ে, 'মেয়েবেলা'র মৌ এবার প্রসেনজিতের 'আলো', স্বীকৃতি বলছেন...
রচনা উত্তরে শুধু বলেন, ‘এখনও বেশ কয়েকবছর বাকি আছে।’ তবে মানসীর কথায়, সজোরে হাসতে শুরু করেন পর্দার 'দিদি নম্বর ওয়ান' রচনা।
এদিকে সম্প্রতি দিদি নম্বর ওয়ানে এসেছিলেন ছোটপর্দার অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়ও। তাঁর সঙ্গে কথা বলার সময় রচনাকে বলতে শোনা যায়, ‘কাজ সবসময় থাকবে, তবে কোনও একটা জায়গায় আমাকে লাইন টানতে হবে। চাওয়া-পাওয়ার কোনও শেষ নেই। আজ চাইলে দিদি নম্বর ওয়ানের পরও আমি ১০টা ওয়েব সিরিজ করতে পারি। তবে আমি জানি কোথায় থামতে হবে। আমার কাছে জীবনের কিছু জিনিস খুব গুরুত্বপূর্ণ। আমরা আজ এখন যে ৫জন আছি, জানি না কাল থাকব কিনা। তবে যতটুকু জীবন আছে, সবটা যদি গুছিয়ে নি, তাহলে সবটা উপলব্ধি করা যায়। শুধু টাকার পিছনে দৌঁড়ালে সে টাকা তো ছেড়ে চলে যাবে, থাকবে মা তো কিছুই। যতটুকু আনন্দ ভোগ করার, দেখার সেটা করলে সঙ্গে করে সেটা নিয়ে যেতে পারব। তাই আমার কাছে কাছ ছাড়াও বাকিকিছুও গুরুত্বপূর্ণ, সেগুলোও উপভোগ করতে চাই।’ রচনার এই কথায় সহমত প্রকাশ করেন অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়। বলেন, ‘মানে তুমি (রচনা) সবদিক থেকেই আমাদের অনুপ্রেরণা’