তুঁতে ধারাবাহিক শেষ হয়েছে মাত্র কয়েকদিন হল। এখনও দর্শকদের মনে টাটকা রয়েছে তুঁতে এবং রঙ্গনের প্রেম কাহিনি। এবার সেই জুটিই আসছে দিদি নম্বর ওয়ানে। হ্যাঁ, দীপান্বিতা রক্ষিত এবং সায়েদ আরেফিন একসঙ্গে খেলবেন দিদি নম্বর ওয়ান। আর সেখানেই মনের কথা জানালেন অভিনেত্রী।
দিদি নম্বর ওয়ানে দীপান্বিতা এবং আরেফিন
এদিন দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন দীপান্বিতা রক্ষিত এবং সায়েদ আরেফিন। এর আগে তাঁদের একসঙ্গে দীর্ঘদিন তুঁতে ধারাবাহিকে কাজ করতে দেখা গিয়েছে। একজন গ্রামের মেয়ে হয়েও কী করে নিজের চেষ্টা শহরের নামী ফ্যাশন ডিজাইনার হওয়া যায় সেই গল্পই দেখা গিয়েছিল এই ধারাবাহিকে। এদিন তুঁতে অর্থাৎ দীপান্বিতা একটি সাদা রঙের শাড়ি পরে এসেছিলেন। অন্যদিকে রঙ্গন অর্থাৎ সায়েদ আরেফিন পরেছিলেন নীল কুর্তা এবং সাদা প্যান্ট।
আরও পড়ুন: প্রেমিক রুবেলকে 'বেটা' বলে ডাকতেন শ্বেতা! বললেন, 'ওকে ভালো লাগলেও, প্রথমেই আমাদের....'
এদিন দিদি নম্বর ওয়ানে এসে জুটিতে নাচ করেন দীপান্বিতা এবং আরেফিন। তারপরই প্রোমো ভিডিয়োতে দেখা যায় রচনা হেডফোন রাউন্ডে দীপান্বিতাকে জিজ্ঞেস করেন যে 'এতদিন একসঙ্গে কাজ করলে এখন আরেফিনকে কিছু বলতে চাও?' এটা শুনে হেডফোন কানে থাকা অবস্থায় অভিনেত্রী চিৎকার করে গাইতে থাকেন ঊষা উথুপের জনপ্রিয় গান 'তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই।' এটা শুনেই সকলে হেসে গড়িয়ে পড়েন।
কে কী বলছেন?
এক ব্যক্তি জি বাংলার এই নতুন প্রোমো ভিডিয়োতে লেখেন, 'স্টারে শো শেষ হতে না হতেই জি বাংলায় চলে এসেছে।' আরেকজন লেখেন, 'স্টারের জুটি জি বাংলায়, তার মানে নতুন কুছ আসছে।' আরও অনেকেই জানিয়েছেন তাঁরা এই পর্ব দেখার জন্য মুখিয়ে আছেন।
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।