ছোট পর্দা থেকে বড় পর্দায় পা। এর আগে শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু সহ একাধিক অভিনেত্রীদের এই অভিষেক হয়েছে। এবার সেই দলে নাম লেখালেন শ্রুতি দাসও। তিনি উইন্ডোজ প্রোডাকশন হাউজের নতুন ছবি আমার বস ছবিতে আছেন। এদিন ছিল এই ছবির প্রথম শুটিংয়ের দিন। সেখানকার অভিজ্ঞতা এদিন ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
আমার বস ছবি প্রসঙ্গে শ্রুতি দাস
এদিন কলকাতার বুকে, ভিক্টোরিয়ার সামনে শুরু হয়ে গেল আমার বস ছবির শুটিং। উপস্থিত ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। সেখানকার একাধিক ছবি এদিন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আরও পড়ুন: শহরে ফিরছে ফেলুদা, সৃজিতের হাত ধরে এবার কোথায় পাড়ি দেবে বাঙালির 'প্রদোষচন্দ্র মিটার'?
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাখি গুলজারকে। সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন শ্রুতি দাস, সৌরসেনী মৈত্র, ঐশ্বর্য চট্টোপাধ্যায়, আভেরি সিংহ রায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়।
এদিন শ্রুতি তাঁদের প্রথম দিনের শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, 'কাটোয়ায় থাকাকালীন যখন বাবা মায়ের হাত ধরে বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম, কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি একবার লেবুর সরবত খেয়েছি মনে আছে। তবে ফুচকা খাওয়া হয়নি কোনদিন। খেলাম তো খেলাম, কার সাথে খেলাম? কার হাত ধরে রাস্তা পেরোলাম? দ্য রাখি গুলজার।'
আরও পড়ুন: বাবার নাচে মেয়ে যতই লজ্জা পাক তাতে থোড়াই কেয়ার! দাদাগিরির মঞ্চে জামাল কুদুতে মজলেন সৌরভ
তিনি এদিন আরও লেখেন, 'আমার জীবনে নতুন বছরে আশার আলো দেখিয়ে স্বপ্নের জানালা কারা খুলে দিলেন? উইন্ডোজ প্রোডাকশন হাউজ। কারা একটা জেদি মেয়েকে আরও জেদি বানিয়ে তুলে তাদের কাছে টেনে নিলেন? শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এসব স্বপ্নগুলো জেগে জেগে দেখতে হয়, বিশ্বাস করুন! সত্যি হতে হবেই।'
কে কী বলছেন?
শ্রুতির পোস্টে তাঁর বেটার হাফ স্বর্ণেন্দু সমাদ্দার কমেন্ট করেন। তিনি তাঁর পোস্টে লেখেন, 'স্বপ্ন সত্যি হওয়া এই শীতকালে এক পশলা বৃষ্টির মতো, ওরা ঠান্ডায় কাঁপলেও আজ সব ধুলো মুছে গেলো! এত দিন ধরে রাস্তার পাশের গাছগুলোর পাতার ওপর জমে থাকা ধুলোর কথা বলছি, আজ ঠান্ডায় ওরা কাঁপল, তার সাথে জলে ভিজল, কিন্তু ধুয়ে গেল সেই বহুদিনের ময়লাগুলো, কষ্ট হলেও আজ ওরা নতুন দেখল, বহুদিন বাদে আবার ফিরে পেল নিজের রং, স্বপ্ন সত্যি হল।' তাঁর এক পরিচিতা লেখেন, 'অনেক গর্ব হচ্ছে। সত্যি বলছি। একদম মনের কথা। কদিনই বা চিনি তোকে। কতটুকুই বা আলাপ আছে। তবু অনেক অনেক গর্ব হচ্ছে। আর অনেক অনুপ্রেরণা পাচ্ছি। শিখছি কিভাবে মনের জোরে লড়াই করে আর লক্ষ্য স্থির রেখে জীবনে এগিয়ে যেতে হয়। কিন্তু পা-টা মাটিতেই রাখতে হয়। অনেক শুভ কামনা আর ভালবাসা রইল।' এক ভক্তের মতে, 'নিজের সততা ও পরিশ্রম দিয়ে এগিয়ে যা সোনা। সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। অনেক আদর।' প্রসঙ্গত শ্রুতি দাসকে শেষবার জি বাংলার রাঙা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল।