শ্বেতা ভট্টাচার্য এখন ছোট পর্দার অতি পরিচিত মুখ। একটার পর একটা ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। ইতিমধ্যে করে ফেলেছেন একটি ছবিও। তাও দেবের বিপরীতে। প্রজাপতি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে জানেন কি রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবির জন্য আরপথম অফার গিয়েছিল তাঁর কাছে। কিন্তু সেটা তিনি করতে পারেননি স্কুলের পরীক্ষা থাকার জন্য। পরে ২০০৯ সালে প্রথম ধারাবাহিকের অফার পান সেই শুরু। বর্তমানে তিনি এবং তাঁর প্রেমিক রুবেল দাস চুটিয়ে প্রেম করার পাশাপাশি চুটিয়ে কাজও করছেন। কিন্তু তাঁদের সম্পর্কটা শুরু হল কীভাবে?
গত বছরটা ভীষণ টালমাটাল ভাবে কেটেছে রুবেলের। নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে দুই পায়ের গোড়ালি ভেঙে বসেন তিনি। তারপর সুস্থ হতে না হতেই ডেঙ্গিতে আক্রান্ত হন। আর এই সমস্ত কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে ছিলেন শ্বেতা ভট্টাচার্য। তবে তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল অন্যভাবে।
এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্বেতা জানান, তিনি প্রথমে রুবেলকে বেটা বলে ডাকতেন। তান কথায়, 'ও ভীষণ শিশুসুলভ। তাই মজা করে বেটা বলতাম। আমাদের প্রেমটা ঠিক প্রেমের প্রস্তাব দিয়ে শুরু হয়নি। ওর প্রতি একটা ভালো লাগা ছিল। তবুও প্রথমেই ভালোবাসার কথা ভেবে ফেলতে পারিনি। কিন্তু ওকে যে পছন্দ সেটা অনুভব করতাম। পরে ধীরে ধীরে প্রেমে পড়ি।'
তবে শ্বেতা স্পষ্টই জানিয়ে দিয়েছেন এই বছরই তাঁরা বিয়ে করছেন না। হয়তো আগামী বছর বা তার পরের বছর বিয়ে করবেন তাঁরা।
আরও পড়ুন: শহরে ফিরছে ফেলুদা, সৃজিতের হাত ধরে এবার কোথায় পাড়ি দেবে বাঙালির 'প্রদোষচন্দ্র মিটার'?
শ্বেতা এবং রুবেলের প্রজেক্ট
প্রসঙ্গত শ্বেতাকে এখন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে তাঁর বিপরীতে আছেন রণজয় বিষ্ণু। অন্যদিকে রুবেলকে দেখা যাচ্ছে জির আরেকটি মেগা নিম ফুলের মধুতে। সেখানে তাঁর বিপরীতে আছেন পল্লবী শর্মা।