সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী সঙ্গীত তারকা,মিউজিক ম্যাস্ট্রো এ আর রহমান। শুক্রবার মুক্তি পাচ্ছে ছবির প্রথম গান,দিল বেচারার টাইটেল ট্র্যাক। গান মুক্তির আগে দিল বেচারার মিউজিক্যাল জার্নি নিয়ে কথা বললেন রহমান।
মিড ডে-কে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানান, আমি যখন এই ছবির গানগুলো তৈরি করেছি,তখন সেগুলো অনেক সময় ধরে লালন করেছি। তারপর সেটা পরিচালকের টেবিলে গেছে। আসলে মুকেশের(ছাবরা) এই ছবির মধ্যে একটা হৃদয় জুড়ে আছে, আর এখন এর সঙ্গে জড়িয়ে গিয়েছে সুশান্তের স্মৃতি'।
দিল বেচারার গীতিকারের ভূমিকায় রয়েছেন অমিতাভ ভট্টাচার্য। এই সপ্তাহের শুরুতেই,৬ই জুলাই মুক্তি পেয়েছে দিল বেচারার ট্রেলার। মুক্তির সঙ্গে সঙ্গে ইউটিউবের একাধিক রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে সুশান্তের শেষ ছবির প্রথম ঝলক। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি 'লাইক' পাওয়া ফিল্মের ট্রেলার এটি। এতদিন পর্যন্ত সেই রেকর্ড ছিল মার্বেল সুপারহিরোদের দখলে। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের (৩.৬ মিলিয়ান) লাইকের রেকর্ড মুক্তির মাত্র ৮ ঘন্টাতেই পার করে দেয় দিল বেচারা!
এখনও পর্যন্ত ইউটিউবে এই ট্রেলারে লাইক পড়েছে রেকর্ড ৯.৩ মিলিয়ান। শুধুমাত্র ইউটিউব ভিউ সংখ্যা ৬০ মিলিয়ান পার করেছে। মুক্তির চারদিন পরেও ইউটিউবে পয়লা নম্বরে ট্রেন্ড করছে দিল বেচারা।
জন গ্রিনের লেখা উপন্যাস ‘ফ্লট ইন আওয়ার স্টার’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির গল্প। কিজি ও ম্যানির ভালোবাসার এক মন ছোঁয়া গল্প বলবে পরিচালক মুকেশ ছাবরার এই ছবি। এ আর রহমান আগেই জানিয়েছেন এই ছবির অ্যালবামে মোট ৯টি গান থাকছে। শুক্রবার মুক্তি পেতে চলা ছবির টাইটেল ট্রাকটি গেয়েছেন স্বয়ং রহমান।
ছবির ট্রেলারে ‘দিল বেচারা টাইটেল ট্র্যাক' এবং ‘মসকারি’ গানের ঝলক মিলেছে। দিল বেচারার টাইটেল ট্র্যাক সম্পর্কে রহমান জানান,'এই গান ম্যানির প্রাণবন্ত আত্মার প্রতিফলন মাত্র, যেভাবে কিজির জীবনে আশা ও ভালোবাসা নিয়ে আসবে তাই ধরা পড়বে'।
টিজারে দেখা গেল সদাহাস্যময় ম্যানির ঝলক।একটি ডান্স পারফরম্যান্সের জন্য ওয়ার্ম আপ করতে দেখা গেল তাঁকে। স্পোর্টস জার্সি, সোয়েটপ্যান্ট,স্নিকারে ডান্স ফ্লোরে স্লাইড করে হাঁটলেন সুশান্ত। গানের খুব বেশি ঝলক ধরা পড়ল না মাত্র ৯ সেকেন্ড দীর্ঘ এই টিজারে।
২৪ জুলাই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিলবেচারার। সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন-সাবস্ক্রাইবারদের জন্য উপলব্ধ করা হবে এই ছবির স্ট্রিমিং।