অবশেষে স্বস্তি ফিরল টেলি দম্পতি দীপিকা ও শোয়েবের পরিবারে। দীর্ঘ ১৮ দিন পর অবশেষে সদ্যোজাত শিশুপুত্রকে নিয়ে বাড়ি ফিরলেন নতুন বাবা-মা দীপিকা ও শোয়েব। গত ২১ জুন সময়ের আগেই জন্ম হয় দীপিকা ও শোয়েবের ছেলের। তারপর থেকে NICU (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)তে ছিল তাঁদের সদ্যোজাত সন্তান।
রবিবার শোয়েব ইব্রাহিম জানান, পরিস্থিত অনুকূল। তাঁদের সন্তানকে NICU থেকে স্থানান্তরিত করা হয়েছে। ব্যস, আর কিছু সময়ের অপেক্ষা, ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে জানিয়েছিলেন শোয়েব। সেই মতোই সোমবার সপ্তাহ শুরুর প্রথম দিনেই ছেলে কোলে বাড়ি ফিরলেন দীপিকা। সেই ছবি ও ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন হাসপাতাল থেকে বের হয়ে পাপারাৎজির মুখোমুখি হতেই সকলে তাঁকে শুভেচ্ছা জানান। তবে কোলাহল হতেই সকলকে সতর্ক করে দীপিকা ও শোয়েব অনুরোধ করেন, ‘প্লিজ কোলাহল করবেন না, আস্তে কথা বলু, বাচ্চা উঠে যাবে…।’
এদিন শোয়েবকে কালো ক্যাজুয়াল প্যান্ট ও টি-শার্টে দেখা যায়। আর দীপিকা পরেছিলেন ছিমছাম সালোয়ার কুর্তাও সাদা ওড়না। ছেলেকে কোলে নিয়েছিলেন শোয়েব,
২১ জুন ভোরে সন্তানের জন্ম দেন দীপিকা। পুত্রসন্তান হওয়ার খবর জানিয়ে শোয়েব লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ আজ ২১ জুন ২০২৩ খুব সকালে আমাদের পুত্র সন্তান এসেছে। তবে এটা প্রিম্যাচিউর ডেলিভারি। যদিও উদ্বিগ্ন হওয়ার মতো বিষয় নয়। আমাদের জন্য আপনারা প্রার্থনায় করুন।’ তবে পরে পুরো বিষয়টি দুশ্চিন্তার পর্যায়েই যায়। কারণ ইনকিউবেটরে রাখা হয়েছিল দীপিকা-শোয়েবের সন্তানকে। টানা ১৮দিন দুশ্চিন্তার মধ্যে হাসপাতালে কাটানোর পর রবিবার সুখবর শোনান শোয়েব। জানান, তাঁদের ছেলে ভালো আছে। কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে এবার ছাড়া হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে সহ অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে সারেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন অভিনেত্রী। নাম হয় ফয়জা। চলতি বছরের জানুয়ারি মাসে সন্তান আসার খবর জানিয়েছিলেন টেলিপর্দার চর্চিত জুটি শোয়েব ইব্রাহিম ও দীপিকা কক্কর।