বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji: উত্তরবঙ্গে শ্যুটিং বাতিল, ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়! হয়েছেটা কী? জানালেন মিথিলা

Srijit Mukherji: উত্তরবঙ্গে শ্যুটিং বাতিল, ফের অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়! হয়েছেটা কী? জানালেন মিথিলা

সৃজিত মুখোপাধ্যায়

 ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সৃজিত মুখোপাধ্যায় নাকি অসুস্থ। কিন্তু হয়েছেটা কী? এবিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে জানান, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’

'It's getting dark, too dark to see…'। বুধবার সকাল সকাল ফেসবুকে এমনই পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায় 'অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।' পরিচালকের এমন পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন। জানতে চান কী হয়েছে?

সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টের নিচে কেউ লেখেন, ‘কী হয়েছে?’ , কারোর আশ্বাস, ‘অন্ধকার আসলে সাময়িক’। কিন্তু কী হয়েছে পরিচালকের? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সৃজিত মুখোপাধ্যায় নাকি অসুস্থ। কিন্তু হয়েছেটা কী? এবিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে জানান, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’

এদিকে সম্প্রতি 'দশম অবতার' ছবির শ্যুটিং শেষ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির আউটডোর শ্যুটিংয়ে বৃহস্পতিবারই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান সহ পরিচালকের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, তবে পরিচালক অসুস্থ হওয়ায় যাওয়া সম্ভব হয়নি। তবে সুস্থ হলেই 'দশম অবতার' ছবির আউটডোর শ্যুটিং শেষ করে ফেলতে চান পরিচালক।

এদিকে গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বুকে ব্যাথা হওয়ায় পরিচালককে অ্যাঞ্জিওগ্রাম করতে বলেন চিকিৎসকরা। সেসময় বাংলাদেশে ছিলেন তাঁর স্ত্রী মিথিলা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি কলকাতা ছুটে আসেন। তবে সৃজিতের অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে কিছুই ধরা পড়েনি বলে সেসময় জানিয়েছিলেন মিথিলা। অভিনেত্রীর বলেছিলেন, ‘শাশুড়িমা মেসেজ করলেন সিঁড়ি দিয়ে উঠতে গেলে সৃজিতের বুকে ব্যাথা হচ্ছে। ডাক্তার দেখিয়েছে বলেছেন অ্যাঞ্জিওগ্রাম করাতে। ওর আসলে তো ফুড হ্য়াবিট খারাপ, ওজন বেশি, হাই কোলেস্টেরল, তো সবমিলিয়ে ডাক্তার অ্যাঞ্জিওগ্রামের কথা বলেছিলেন। এটা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তবে টিকিট পাচ্ছিলাম না। কারণ ইদে সবাই বেড়াতে যায়। শেষপর্যন্ত ২৬ তারিখ (জুন) রাত ২টোর সময় টিকিট পাই। ২৭ তারিখ (জুন) সকালেই চলে আসি। আর ২৮ তারিখ অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। যদিও তাতে কিছু পাওয়া যায়নি। ওর হার্ট ভালো আছে।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.