'It's getting dark, too dark to see…'। বুধবার সকাল সকাল ফেসবুকে এমনই পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। যার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায় 'অন্ধকার নামছে, এতটাই ঘন অন্ধকার যে চারিদিকে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।' পরিচালকের এমন পোস্ট দেখে অনেকেই উদ্বিগ্ন। জানতে চান কী হয়েছে?
সৃজিত মুখোপাধ্যায়ের পোস্টের নিচে কেউ লেখেন, ‘কী হয়েছে?’ , কারোর আশ্বাস, ‘অন্ধকার আসলে সাময়িক’। কিন্তু কী হয়েছে পরিচালকের? ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সৃজিত মুখোপাধ্যায় নাকি অসুস্থ। কিন্তু হয়েছেটা কী? এবিষয়ে খোঁজ নিয়ে পরিচালকের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হিন্দুস্তান টাইমসকে জানান, ‘বড় কিছু নয়, ফ্লু জ্বর হয়েছে। এখন উনি কিছুটা ভালো আছেন।’
এদিকে সম্প্রতি 'দশম অবতার' ছবির শ্যুটিং শেষ করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির আউটডোর শ্যুটিংয়ে বৃহস্পতিবারই অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান সহ পরিচালকের উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল, তবে পরিচালক অসুস্থ হওয়ায় যাওয়া সম্ভব হয়নি। তবে সুস্থ হলেই 'দশম অবতার' ছবির আউটডোর শ্যুটিং শেষ করে ফেলতে চান পরিচালক।
এদিকে গত জুন মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিচালক। বুকে ব্যাথা হওয়ায় পরিচালককে অ্যাঞ্জিওগ্রাম করতে বলেন চিকিৎসকরা। সেসময় বাংলাদেশে ছিলেন তাঁর স্ত্রী মিথিলা। খবর পেয়ে তিনি তড়িঘড়ি কলকাতা ছুটে আসেন। তবে সৃজিতের অ্যাঞ্জিওগ্রামের রিপোর্টে কিছুই ধরা পড়েনি বলে সেসময় জানিয়েছিলেন মিথিলা। অভিনেত্রীর বলেছিলেন, ‘শাশুড়িমা মেসেজ করলেন সিঁড়ি দিয়ে উঠতে গেলে সৃজিতের বুকে ব্যাথা হচ্ছে। ডাক্তার দেখিয়েছে বলেছেন অ্যাঞ্জিওগ্রাম করাতে। ওর আসলে তো ফুড হ্য়াবিট খারাপ, ওজন বেশি, হাই কোলেস্টেরল, তো সবমিলিয়ে ডাক্তার অ্যাঞ্জিওগ্রামের কথা বলেছিলেন। এটা শুনে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তবে টিকিট পাচ্ছিলাম না। কারণ ইদে সবাই বেড়াতে যায়। শেষপর্যন্ত ২৬ তারিখ (জুন) রাত ২টোর সময় টিকিট পাই। ২৭ তারিখ (জুন) সকালেই চলে আসি। আর ২৮ তারিখ অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। যদিও তাতে কিছু পাওয়া যায়নি। ওর হার্ট ভালো আছে।’