খুব ছোট বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যিশু সেনগুপ্তর প্রযোজনায় তৈরি ‘অপরাজিত’ ধারাবাহিকে যিশুর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় ছোট্ট দিতিপ্রিয়ার। খুব অল্প বয়সেই লাইমলাইটে চলে আসেন তিনি। তবে ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিক তাঁর কেরিয়ারের মাইলস্টোন।
রানি রাসমণির চরিত্রকে সাবলীল রূপে পর্দায় ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া। 'রানি রাসমণি'-র বিভিন্ন বয়সের ছবিতে তুলে ধরা হয় তাঁকেই। চেহারার প্রয়োজনীয় পরিবর্তন করতে কেবল নেওয়া হয়েছিল মেকআপের সাহায্য। দেড় হাজার পর্ব চলেছিল এই ধারাবাহিকের। পরবর্তীকালে, 'রানি রাসমণি'-র মৃত্যুর পরেও মা সারদার জীবনী নিয়ে এগিয়ে গিয়েছিল এই ধারাবাহিক। এরপর আর অবশ্য পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। কাজ করছেন বড় পর্দায়ও। আরও পড়ুন: লাইভ কনসার্টে মাইক দিয়ে মারলেন ভক্তকে, ছুড়ে ফেললেন ফোন! ফের বিতর্কে আদিত্য
‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিক শেষ হওয়ার পর অবশ্য আর ছোট পর্দায় দেখা মেলেনি দিতিপ্রিয়ার। পড়াশোনা এবং অভিনয়, দুই-ই সমান তালে চালিয়ে যাচ্ছেন তিনি। এখন অবশ্য অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি কলেজ পড়ুয়াও। এত বছরে ইন্ডাস্ট্রিতে থাকার দৌলতে শিশুশিল্পী থেকে তিনি এখন নায়িকা দিতিপ্রিয়া। কিন্তু অভিনয়ের পাশাপাশি কোথাও গিয়ে কী তাঁর পড়াশোনার গুরুত্ব কমে যাচ্ছে? এ বিষয় কথা বলেছেন অভিনেত্রী। আরও পড়ুন: রাগের চোট রেস্তোরাঁয় এক ব্যক্তিকে ঠাসিয়ে চড় মারলেন ‘বিগ বস’ জয়ী এলভিশ, সাফাই দিয়ে কী বললেন
শীঘ্রই মুক্তি পাবে দিতিপ্রিয়া অভিনীত নতুন সিরিজ ‘রাজনীতি’। এ দিকে সামনেই সরস্বতী পুজো। পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়া। বর্তমানে টেকনো ইন্ডিয়া থেকে সোশিওলজিতে মাস্টার্স করছেন তিনি। একই বিষয় নিয়ে কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়েছেন। বসন্ত পঞ্চমীর আগে লেখাপড়া সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ভবিষ্যতে তিনি অ্যাক্টিভিস্ট হতে চান। একসঙ্গে দিতিপ্রিয়া জানিয়েছেন, তবে অভিনয় তিনি ছাড়বেন না।
জীবনে এখনও কী কী পাওয়া বাকি আছে বলে মনে হয়? সেকথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘অনেক কিছু বাকি! প্রচুর পড়াশোনা করতে চাই। বাইরে থেকে একটা ডিগ্রি অর্জন করার ইচ্ছে আছে আমার। মাস্টার্স শুরু করব। এখনও পড়া বাকি’।
'আয় খুকু আয়'-এর মতো ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। ‘দুর্গা’, ‘তোমায় আমায় মিলে’-সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। একাধিক ওয়েব সিরিজে নজর কেড়েছে তাঁর অভিনয়।