ফের চর্চায় 'বিগ বস ওটিটি ২' তারকা এলভিশ যাদব। বিগ বসের ঘর থেকে বেরিয়ে একের পর এক কাণ্ড ঘটিয়ে শিরোনামে এসেছেন এই 'বিগ বস ওটিটি ২' জয়ী। গত বছরই ইউটিউবার এলভিশের বিরুদ্ধে বিষাক্ত সাপ পাচার এবং অবৈধভাবে রেভ পার্টির আয়োজন করার অভিযোগ উঠেছিল। এমনকী পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারার অভিযোগে শিরোনামে উঠে এলেন এলভিশ।
সম্প্রতি জয়পুরের এক রেস্তোরাঁয় এক ব্যক্তিকে চড় মারেন এলভিশ। সেই ভিডিয়োই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর জেরে আইনি বিপাকে পড়েছেন 'বিগ বস ওটিটি ২' জয়ী এলভিশ। আরও পড়ুন: করণ, মালাইকা থেকে অনন্যা, নেহা-অঙ্গদের নতুন বাড়ির গৃহপ্রবেশে হাজির কোন কোন সেলেব
একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে, জয়পুরের একটি রেস্তোরাঁয় ২৬ বছর বয়সী এলভিশ যাদব এক ব্যক্তিকে চড় মারেন। অজ্ঞাত ব্যক্তি এলভিশের পরিবার সম্পর্কে কোনও মন্তব্য করেছিলেন, যার পরেই রেগে গিয়ে তাঁকে চড় মারেন 'বিগ বস ওটিটি ২' তারকা। এরপরই এলভিশকে ধরে রাখেন তাঁর বন্ধুরা। উপস্থিত সিকিউরিটিরা সেখান থেকে বাইরে বের করে দেন তাঁদের। এলভিশের এক ফ্য়ান পেজ থেকে সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনার ব্য়াখ্যা দিয়ে একটি অডিয়ো শেয়ার করেছেন এলভিশ। 'বিগ বস ওটিটি ২' তারকা জানিয়েছেন, ওই ব্যক্তিকে চড় মারা নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। অডিয়ো রেকর্ডিংয়ে তিনি বলেছেন, ‘ভাই, দেখুন, ব্যাপারটা এমন আমি মারামারি করতেও পছন্দ করি না, হাত তুলতেও পছন্দ করি না। আমি আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমি একজন সাধারন মানুষ এবং যেই ছবি তুলতে বলে, আমি ছবি তুলে নিই, আমরা আরামে ছবি তুলতে চাই। তবে, যারা পেছন থেকে মন্তব্য করে তাদের ছেড়ে দেব নাকি। আমি তাদের রেহাই দিই না’।
এলভিশ আরও বলেছেন, ‘আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং কমান্ডোও এগিয়ে এসেছে, এটা এমন নয় আমরা কিছু ভুল করেছি। কিন্তু কেউ আমার মা বা বোনকে গালি দিলে আমি ছাড়ব না। আমাকে বলেছে তাই আমিও পালটা মেরে দিলাম। ও গালাগালি শুরু করতেই আমি চড় মেরে দিলাম। আমার নিজস্ব স্টাইলে জবাব দিয়েছি। ও মুখে কথা বলেছে, আমি হাত চালিয়েছি। আমার কোনও আক্ষেপ নেই এতে। আমি এমনই’।