২০২১ সালে টেনিস চ্যাম্পিয়ন লিয়েন্ডার পেস এবং অভিনেত্রী কিম শর্মাকে প্রথম একসঙ্গে দেখা যাওয়া শুরু হয়। সেটা জুলাই মাসের কথা, গোয়ায় একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। এর ঠিক দু মাসের মাথায় ৫ সেপ্টেম্বর ২০২১ সালে কিম তাঁর ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে একটি মাখোমাখো প্রেমের ছবি শেয়ার করে সম্পর্ককে আনুষ্ঠানিক করেন। তবে বর্তমানে খবর মিলছে সব ঠিক নেই তাঁদের সুখের সংসারে!
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, কমিটমেন্ট নিয়ে সমস্যার কারণেই একে-অপরের থেকে আলাদা হয়ে গিয়েছেন কিম আর লিয়েন্ডার। আর সূত্রের খবর, এই ফাটল এসেছে বেশ কিছুদিন ধরেই। লিয়েন্ডারকে ছাড়াই কিম অনন্যা পাণ্ডের কাকাতো বোন আলানা পাণ্ডের বিয়েতে ভাগ নিয়েছিলেন। আরও পড়ুন: ট্রফি জিততেই নতুন স্বপ্ন ঋষির! জানালেন, ‘এবার ইন্ডিয়ান আইডলের বিচারক হতে চাই’
সবচেয়ে বড় লক্ষণগুলির মধ্যে অন্যতম ছিল যখন দম্পতি তাদের দ্বিতীয় ডেটিং বার্ষিকী উদযাপনের জন্য ২৮ মার্চ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটিও ছবি পোস্ট করেননি। ২০২২ সালের মার্চে লিয়ান্ডারের প্রতি ভালোবাসা জাহির করে কিম লিখেছিলেন, ‘হ্যাপি অ্যানিভারসারি চার্লস। ৩৬৫ দিন… অন্তহীন মুহূর্ত, আনন্দ, কত কী শেখা! আমার হওয়ার জন্য ধন্যবাদ, ভালোবাসি তোমাকে- মিচ।’ আরও পড়ুন: বাংলা না গোটা ভারত কাঁপবে! ড্রাগসের মাফিয়া জিৎ ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে মুখ হবে হাঁ
কিমের হাত ধরে তাঁকে নিজের শহর কলকাতাতেও নিয়ে এসেছিলেন লিয়েন্ডার। পুজো আর বড়দিনে হাতে হাত রেখে ঘুরেছিলেন দুজনে শহরের অলিগলি। শ্রীভূমির প্যান্ডেল থেকে ছবিও শেয়ার করেছিলেন জুটিতে। ক্রিসমাসেও তিলোত্তমার রাস্তায় প্রেমিকা কিম শর্মার গালে আদরে ভরা চুমু আঁকতে দেখা গিয়েছিল পেজকে।
খবর বলছে যে, লিয়েন্ডার এবং কিমের সম্পর্ক মধুর সমীকরণে এসে শেষ হয়নি। গত বছর খবর রটেছিল যে দুজন কোর্ট ম্যারেজ করতে পারেন, তাও ভুল।
পেস এর আগে রিয়া পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। কিম মহব্বতেন দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এর আগে অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে জানা গিয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)