দোলন রায় এবং দীপঙ্কর দের সম্পর্ক টলিউডের অন্যতম চর্চিত সম্পর্কগুলোর একটি। আসলে অভিনেত্রী দীপঙ্কর দের তুলনায় বয়সে ২৬ বছরের ছোট। বলা চলে দোলনের প্রায় বাবার বয়সী দীপঙ্কর দে। কেবল বয়সের ফারাক নয়। অভিনেতা আগে থেকে বিবাহিত ছিলেন। ছিল দুই সন্তানও। এমন এক মানুষকে বিয়ে করতে চাওয়ায় কী প্রতিক্রিয়া ছিল দোলন রায়ের পরিবারের সেই কথাই টিভি ৯ বাংলাকে জানান অভিনেত্রী।
দীপঙ্কর দে-কে বিয়ে করতে চাওয়ায় কী বলেছিল দোলন রায়ের পরিবার?
সম্পর্কের সূচনা ১৯৯০ এর দশকে। দুই দশকের বেশি সময় ধরে প্রেম এবং লিভ ইন করার পর অবশেষে ২০২১ সালে দোলনের বয়স যখন ৫০ পেরিয়েছে এবং দীপঙ্কর ৭৬ তখন আইনি ভাবে বিয়ে করেন তাঁরা। শুরু হয় তাঁদের সম্পর্কের নতুন পথচলা। কিন্তু এত সহজেই কি অভিনেত্রীর পরিবার তাঁদের সম্পর্ককে মেনে নিয়েছিল? একেবারেই না। বরং তাঁর বাবা মা যখন জানতে পারেন এই সম্পর্কের কথা তাঁরা সেটা কিছুতেই মানতে পারেন না।
আরও পড়ুন: নববর্ষে সৌরভকে বিশেষ গান উৎসর্গ সাহেবের, করতে গেলেন প্রণামও! কাদের গানে রবিবার জমবে দাদাগিরির মঞ্চ?
আরও পড়ুন: একই বাড়ির বাসিন্দা, তবুও চিরকুট লিখে 'আলাপ' মিমি - আবিরের! তারপর... প্রকাশ্যে ছবি ঝলক
অভিনেত্রী সেই সময়ের স্মৃতি হাতড়ে বলেন, 'আমাদের সম্পর্কের কথা জানতে পেরে বাবা মা একপ্রকার চিৎকার করে উঠেছিল। বাড়িতে যেন বোম পড়েছিল। আমার আজও মনে পড়ে সেইসব কথা। ভাবলেই হাসি পায়।' কিন্তু সেসব বাঁধা নিষেধ কিছুই শেষ পর্যন্ত টেকেনি। ভালোবাসারই জয় হয়।
আরও পড়ুন: দিদির মঞ্চে নববর্ষের ভুরিভোজ! রচনার কাছে মনের কথা ফাঁস 'শিমুল' মানালি আর তাঁর বন্ধুদের
এখন কেমন সম্পর্ক দীপঙ্কর দের সঙ্গে দোলনের পরিবারের?
দোলন রায়ের বাবা গত হয়েছেন। তবে তাঁর মা এবং ভাইয়ের সঙ্গে অভিনেতার দারুণ সম্পর্ক। সেই বিষয়ে অভিনেত্রী বলেন, 'বাবা নেই। তবে আমার মা আর ভাইয়ের খুব কাছের হয়ে গিয়েছে দীপঙ্কর। মা আর দীপঙ্করের বয়সের ফারাক ৪-৫ বছরের। মাকে ও খুবই সম্মান করে। মাও ওকে খুবই ভরসা করে। দীপঙ্কর আসলে নিজেই সবটা সামলে নিয়েছে। আমার ভাইও বাবার পর সব থেকে বেশি ভরসা করে ওর জামাইবাবুকে।'