কমলিকা বন্দ্যোপাধ্যায় টলিউডের অতি পরিচিত এক অভিনেত্রী। ছোট পর্দা, বড় পর্দায় সমান তালে কাজ করে গিয়েছেন। তাঁর কেরিয়ার নিয়ে অনুরাগীরা যতটা জানেন, ব্যক্তি জীবন মূলত প্রেম নিয়ে ততটা জানেন না বললেই চলে। আর বলাই বাহুল্য অভিনেতা অভিনেত্রীদের হাঁড়ির খবর জানতে সবসময়ই আগ্রহী থাকেন দর্শকরা। তাঁদের ব্যক্তি জীবনে উঁকি দিয়ে জানতে চান কী হচ্ছে না হচ্ছে। এবার সেই বিষয়ে তাই নিজেই মুখ খুললেন কমলিকা বন্দ্যোপাধ্যায়। এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তি জীবন মূলত প্রেমের বিষয়ে কথা বললেন।
আরও পড়ুন: অঙ্কুশের 'মেমবউ'য়ের এবার বাঙালি বধূ হওয়ার শখ! অ্যালেক্সজান্দ্রা বললেন, 'কলকাতাতেই থাকব, এখানেই...'
প্রেম নিয়ে কী জানালেন কমলিকা?
অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর জীবনের প্রেম নিয়ে জানিয়েছেন, 'বয়ঃসন্ধির সময় আমার জীবনে প্রেম আসে। সেই প্রেমের কথা আজও আমার মনে জ্বলজ্বল করছে। খুবই মধুর ছিল সেই সময়টা। ওই প্রেম আমাকে জীবনে খুবই পজিটিভ ভাবে এগোতে সাহায্য করেছিল। আসলে প্রথম প্রেম মানেই একটা সারল্যে ভরপুর পিওর একটা জিনিস। প্রথম প্রেমের মাধুর্যই আলাদা হয়। সবার মতো আমারও তাই হয়েছিল।'
আরও পড়ুন: 'আমরা কারও হাতের পুতুল না', ইদের দিন কেরালা স্টোরির তীব্র বিরোধিতা কেরলের মৌলবীদের
বলাই বাহুল্য সেই প্রেম টেকেনি। কিন্তু এই বিচ্ছেদ, সম্পর্কের ভাঙন কতটা পাল্টাতে সাহায্য করেছে তাঁকে? উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, ' আমি সম্পর্ক নিয়ে খুবই স্পর্শকাতর। যে সম্পর্কে বিশ্বাস থাকে না, সেটার মাটি শক্ত হয় না। বিচ্ছেদের পর আমি একটু ভালো মানুষ হয়েছি বোধহয়।'
প্রসঙ্গত কমলিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টলিউডের এক বিখ্যাত সঞ্চালকের প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল একবার। কিন্তু সেসবও এখন অতীত। অভিনেত্রী আপাতত কাজটাই মন দিয়ে করছেন।