বাংলা নিউজ > বায়োস্কোপ > Bhaswar-Debleena: ‘মিটে গেল..’, বউ সাজে দেবলীনা, তাঁকে জড়িয়ে রয়েছেন ভাস্বর! অতীত ভুলে নতুন শুরু?

Bhaswar-Debleena: ‘মিটে গেল..’, বউ সাজে দেবলীনা, তাঁকে জড়িয়ে রয়েছেন ভাস্বর! অতীত ভুলে নতুন শুরু?

ভাস্বর-দেবলীনার নতুন শুরু? 

Debleena Dutt-Bhaswar Chatterjee: নতুন বউ দেবলীনাকে ভালোবাসার আগলে জাপটে রয়েছেন ভাস্বর। হু হু করে ভাইরাল ছবি। তবে কি অতীত ভুলে সত্যিই নতুন শুরু করলেন এই দুই তারকা? 

টলিপাড়ার নতুন জুটি ভাস্বর-দেবলীনা! কিন্তু রিল না রিয়েল তা স্পষ্ট নয়! রবিবার সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল একটি ছবি, যা দেখে চক্ষু ছানাবড় নেটিজেনদের। আসলে রীতিমতো ধন্দে সলকে। লাল-হলুদ জামদানিতে নতুন বউয়ের সাজে তথাগতর ‘প্রাক্তন’ দেবলীনা। তাঁকে জড়িয়ে রয়েছেন টলিউডের অপর পরিচিত অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের।

টেলিপাড়ার এই দুই পরিচিত মুখের একটা অতীত রয়েছে। উত্তম কুমারের নাতনি নবমিতার সঙ্গে সাত পাক ঘুরেছিলেন ভাস্বর। সেটা ছিল অভিনেতার দ্বিতীয় বিয়ে, সেটাও টেকেনি। ২০২০ সালে আইনত আলাদা হয় দুজনের পথ, ছাদ আলাদা হয়েছিল আগেই। অন্যদিকে তথাগত-দেবলীনার বিচ্ছেদ নিয়ে গত কয়েক মাসে কম আলোচনা হয়নি। তবে কি আইনত আলাদা হয়ে গিয়েছে তাঁরা? এবার কি ভাস্বরের হাত ধরে নতুন স্বপ্ন বুনছেন অভিনেত্রী? প্রশ্ন সবার মনেই।

সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দুই তারকাই এক ছবি পোস্ট করেছেন, যা দেখে উচাটন ভক্তদের মন। ক্যাপশনে ভাস্বর লিখেছেন, ‘Done and Dusted’ অর্থাৎ কাজ সেরে ফেললাম। ঠিক কোন কাজ সম্পন্ন হওয়ার কথা লিখছেন অভিনেতা?

তাহলে কি ভাস্বর-দেবনীলার বিয়ের ফুল ফুটল? সোশ্যালে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন দুই তারকাকে। অভিনেত্রী কাঞ্চনা মৈত্র লেখেন- ‘যাক নিশ্চিন্ত হলাম’, এক অনুরাগী লেখেন- ‘এটা রিল না রিয়েল প্লিজ কিছু বলুন, অভিনন্দন জানাতে পারছি না’। অনেকে আবার কিছু স্পষ্ট বোঝবার আগেই নতুন জীবন শুরুর শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন ভাস্বর-দেবলীনাকে। 

বিতর্ক জিইয়ে রেখেছেন দুজনে। ফোনে অধরা ভাস্বর, অভিনেত্রীর সঙ্গেও যোগাযোগ করা যায়নি। তবে ছবিতে দুজনের পোশাকে রংমিলান্তি। দেবলীনার সিঁথি রাঙানো সিঁদুরে, কপালে সিঁদুর-চন্দনের টিপ, গলা জোড়া সোনার হার- ঠিক যেন নতুন বউ দেবলীনা। এই ছবি দেখে রীতিমতো ধন্দে সকলেই। এর আগ কল্পনা নামের এক শর্ট ফিল্মে একসঙ্গে দেখা মিলেছিল দেবনীলা-ভাস্বরের। সূত্র বলছে, এবারও তেমনই চমক আসতে চলেছে। বাকিটা তো সময় জবাব দেবে! 

 

 

বন্ধ করুন