১৪ বছর আগের কথা। তখন টিভির পর্দায় 'তোমায় ছাড়া ঘুম আসে না মা' গান শুনলেই সব কাজ ফেলে হাজির হতেন টেলি দর্শকরা। হ্য়াঁ, এসময়ের জনপ্রিয় সেই ‘মা’ ধারাবাহিকের কথা-ই বলছিলাম। মনে আছে ধারাবাহিকের সেই ঝিলিক, বিল্টুদের? বহুবছর পর এই দুর্গাপুজোতে একসঙ্গে আড্ডা দিলেন তাঁরা। এই আড্ডার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পর্দার 'ঝিলিক' তিথি।
অভিনেতা সোহেল দত্তর বাড়িতে বসেছিল পুজোর আড্ডা। সেখানেই এক ফ্রেমে দেখা গেল তিথি বসু, আয়ুষ দাস ও ভাবনা বন্দ্যোপাধ্যায়। মা সিরিয়ালের ‘ফুলকি’র চরিত্রে অভিনয় করেছিলেন ভাবনা, আর 'ঝিলিক'-এর ভাই ‘বিল্টু’র চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ দাস। এদিন ঝিলিককে অর্থাৎ তিথিকে দেখা গেল নীল গাউনে, বাকিরা পরেছিলেন জিন্স, আর ক্যাজুয়াল শার্ট। ছবি পোস্ট করে তিথি লিখেছেন, পঞ্চমীতে বন্ধুদের সঙ্গে আড্ডা। মা-এর রিইউনিয়ন।
আরও পড়ুন-মাখো মাখো প্রেম উধাও! Bigg Boss-এর ঘরে অঙ্কিতা-ভিকির ঝগড়া, বিয়েটাও কি…
আরও পড়ুন-পুজো শুরুর আগেই 'জগদ্ধাত্রী'র ননদের বাড়িতে সোনার পদ্ম গেল চুরি, তারপর?
আরও পড়ুন-সদ্যোজাতকে কোলে নিয়ে আবেগে ভাসলেন কঙ্গনা, শুভেচ্ছার বন্যায় ভাসলেন 'কুুইন'
মা সিরিয়ালে যখন তিথি, আয়ুষ, ভাবনারা অভিনয় করেছিলেন। তখন এদের কারোর বয়স ছিল ৫, কারোর ৮। এখন এরাঁ সকলেই শৈশব, কৈশোর পার করে প্রাপ্তবয়স্ক। এখন অনেককিছুই বদলেও গিয়েছে। 'ঝিলিক' ওরফে তিথি বসু অভিনয় থেকে কিছুটা সরে এখ ইউটিউবের ব্যবসায় মন দিয়েছেন। আর ভাবনা, আয়ুষরা অভিনয়-করেন। সম্প্রতি তিথি বসুর ব্যক্তিগত জীবন নিয়েও বিস্তর চর্চা হচ্ছে। চর্চায় রয়েছেন সোহেল দত্তও। শোনা যাচ্ছে, 'বাংলা মিডিয়াম'-এর তিয়াসা রায়ের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি। যদিও তাঁরা প্রকাশ্যে কেউ এবিষয়ে কথা বলতে নারাজ।
প্রসঙ্গত, বেশকিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসে বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন তিথি বসু। জানিয়েছিলেন তাঁর বয়স যখন ১৫, তখন তাঁর বাবা-মা আলাদা হয়ে যান। সেসময় ছিল তাঁর মাধ্যমিক। সেসময় মায়ের সঙ্গে কঠিন পরিস্থিতি কাটিয়েছেন তিনি।