দু-দিন আগেই সামনে এসেছে জি বাংলার নতুন মেগা ‘আলোর কোলে’র প্রোমো। ভৌতিক মোড়কে একদম নিখাদ সম্পর্কের গল্প উঠে আসবে এই মেগা সিরিয়ালে। চলতি মাসেই শেষ হচ্ছে জি বাংলার দুটি মেগা সিরিয়াল—খেলনা বাড়ি এবং গৌরী এলো। সেই শূন্যতা পূরণ করবে আলোর কোলে’। এই সিরিয়ালের হাত ধরে একসঙ্গে জি বাংলার পর্দায় পা রাখছেন স্টার জলসার তিন জনপ্রিয় মুখ- কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকার।
এই সিরিয়ালে দেখা মিলবে টলিপাড়ার একাধিক পরিচিত মুখের। যার অন্য়তম আয়েশা ভট্টাচার্য। সম্প্রতি অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিশকার আইনজীবী হিসাবে ক্য়ামিও রোলে দেখা মিলেছিল আয়েশার। এবার পুরোদমে মেগায় কামব্যাক করলেন অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস বাংলার হাতে এই খবর এসে পৌঁছাতেই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা। জানা গেল, আলোর ঠিকানায় পুপুলের বাবা অর্থাৎ কৌশিক রায়ের সৎ বোন রাজনন্দিনীর অভিনয় করছেন আয়েশা।
আলোর কোলে-তে দর্শক আমাকে একদম অন্যরকম একটা রূপে দেখব। নেতিবাচক চরিত্র। আগেও আমি নেগেটিভ রোল করেছি, কিন্তু এর আগে যতবার নেতিবাচক চরিত্র করেছি যেখানে বোনেরা হিংসের জেরে যেটুকু করে থাকে আর কী! কিন্তু এখানে চরিত্রটা খুব পরিণত। নিজের দাদার বিরুদ্ধে কীভাবে সারাক্ষণ ষড়যন্ত্র করে সেটাই দেখার। খুব ম্যাচিউরভাবে পুরো ব্যাপারটা ডিল করে। সবার সামনে ভালো সেজে থাকে'।
মা-মরা মেয়ে পুপুল। যৌথ পরিবারে বড় হচ্ছে সে। যদিও মা না থেকেও আছে। মারা যাওয়ার পরেও নিজের মেয়ে ও বাড়ির সকলের খেয়াল রাখার চেষ্টা করছে স্বীকৃতি, এমনটাই দেখা গিয়েছে সিরিয়ালের প্রথম প্রোমোয়। এই সিরিয়াল মোটেই ভুতুড়ে কাহিনি নয়, জানালেন আয়েশা। তাঁর কথায়, ‘এখানে কোনও কাণ্ড দেখতে পাবেন না। এখানে ইমোশনটাই আসল। মৃত্যুর পর মা কীভাবে নিজের মেয়েকে আগলাচ্ছে সেটাই দর্শক দেখতে পাবে’।
মাঝে অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন আয়েশা। হাতে কাজ না থাকার জেরেই ভুগছিলেন ডিপ্রেশনে। তবে সে-সব এখন অতীত। অনুরাগের ছোঁয়ায় স্বল্প পরিসরের চরিত্রে দাগ কেটেছেন, এবার পুরোদস্তুর নতুন রূপে ফিরতে প্রস্তুত তিনি। জি বাংলা-তে শেষবার 'এই ছেলেটা ভেলভেলেটা'তে দেখা মিলেছিল আয়েশার। লম্বা সময় পর ফিরলেন এই চ্যানেলে। আয়েশা জানালেন, ‘অনুরাগের ছোঁয়ার পর একটা টানা মেগায় দর্শক আমায় দেখবে। আমি খুব এক্সাইটেড। একটু নার্ভাসও যে কতটা ভালো আমি ফুটিয়ে তুলতে পারব। তবে আশা করছি দর্শকের ভালোবাসা আর আর্শীবাদ এবারও আমার সঙ্গে থাকবে’।
স্বীকৃতির মা-মরা মেয়েকে কীভাবে মায়ের মতো আগলাবে সমু, সেই নিয়েই এগোবে আলোর কোলে-র গল্প। এখনও জানানো হয়নি সিরিয়ালের সম্প্রচার তারিখ। তবে খেলনা বাড়ি নয়, গৌরী এলো-র জায়গা নিতে পারে এই মেগা। এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।