একটা নতুন মেগার আগমন মানেই কোনও না কোনও সিরিয়ালের বিদায় ঘণ্টা বেজে যাওয়া। জি বাংলায় আগামী সপ্তাহে শুরু হচ্ছে ‘অষ্টমী’, আর সপ্তর্ষি-ঋতব্রতা জুটির এই সিরিয়ালকে জায়গা করে দিতে চ্যানেল ছ' মাসেই বন্ধ করছে মিলি।
মিলি শুরু দু-সপ্তাহ পরেই জি বাংলায় শুরু হয়েছিল ‘মিঠিঝোরা’। খেলনা বাড়ির মিতুল মা মাত্র কয়েক মাসেই রাই হিসাবে বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন। বন্ধ না হলেও অষ্টমীর জন্য জায়গা ছাড়তে হচ্ছে মিঠিঝোরা-কে। হ্যাঁ, স্লটবদল হচ্ছে এই মেগা সিরিয়ালের। এর জেরেই ক্ষুব্ধ আরাত্রিকা ভক্তরা। ভালো টিআরপি সত্ত্বেও বারবার স্লট বদলের মুখে পড়তে হয়েছিল ‘খেলনা বাড়ি’কে। অভিনেত্রীর দ্বিতীয় মেগার ক্ষেত্রেও ইতিহাসের পুনরাবৃত্তি। আগামী সোমবার থেকে রাত ৯.৩০ টা নয়, রাত ১০টায় দেখা যাবে মিঠিঝোরা।
সদ্য গল্পে এসেছে নতুন মোড়। রাইয়ের নতুন নায়ক হিসাবে কাহিনিতে প্রবেশ করেছেন অভিনেতা সুমন দে। সামনে থেকে যতই তাঁরে রাগী মনে হোক না কেন, আদপে বড় মনের মানুষ রাইয়ের এই বস। দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠছে একটু একটু করে। আর তারমাঝেই স্লট কাড়া হল এই মেগার। ফ্যানেরা তো রীতিমতো ক্ষুব্ধ! স্লট বদল নিয়ে কি মন খারাপ আরাত্রিকার?
অভিনেত্রীর সঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে আরাত্রিকা বলেন, ‘সত্যি বলতে এই বিষয়টা নিয়ে আমার কিছু বলার নেই। ওঁনারা (চ্যানেল কর্তৃপক্ষ) যা ভালো মনে করেছেন করেছেন। আমি ১০টার স্লটে যেমন অভিনয় করব, ৯.৩০টার স্লটেও তেমন করব। এমন তো নয়, প্রাইম টাইমে আমি বেশি ভালো অভিনয় করব, আর অন্য সময়ে সিরিয়াল টেলিকাস্ট হলে নয়। স্লট স্লটের মতো চলবে, টিআরপি টিআরপি-র মতো। আমরা শুধু ভালো কাজ করে যেতে চাই।’
ফ্যানেদের আশ্বস্ত করে আরাত্রিকা বলেন, ‘ভয় পাওয়ার কোনও কারণ নেই। মিঠিঝোরা বন্ধের কোনও কথা ওঠেনি। আমাদের তো নতুন করে গল্প একটা শুরু হচ্ছে, তাই বলতেই পারেন নতুন স্লটে আমরা নতুন শুরু করছি।’
রাই-এর জীবনে সদ্য এন্ট্রি নিয়েছে অনির্বাণ। বসের সঙ্গে রাইয়ের রসায়ন রীতিমতো জমজমাট। আরাত্রিকা বললেন, ‘রাইয়ের জীবনের এখন বিরাট টার্নিং পয়েন্ট। দর্শকদের খুব ভালো লাগছে এই বদল। আমার একটাই চাওয়া দর্শক টিভিতে মিঠিঝোরা দেখবে। এখন থেকে আমরা ওই সাংসারিক মেলোড্রামা থেকে বেরিয়ে, নতুন দৃষ্টিভঙ্গিতে সিরিয়ালটা ফুটিয়ে তোলা হবে, নতুন করে গল্প লেখা হচ্ছে। বলতে পারেন একদম নতুন করে মিঠিঝোরা শুরু হচ্ছে’।
৮ই এপ্রিল থেকে সন্ধ্যে ৬.৩০টার স্লটে আসছে অষ্টমী, এবং সেই স্লটে সম্প্রচারিত হওয়া ‘কার কাছে কই মনের কথা’কে রাত ৯.৩০টার স্লটে জায়গা দিয়েছে চ্যানেল। অন্যদিকে আধ ঘন্টা দেরিতে অর্থাৎ মিলির স্লট পেল রাই-নীলুরা।