'ঘোতন'কে মনে আছে? আর তার সেই 'গণ্ডারিয়া' মামা, 'পপিনস', পরীপিসি, তার সেই জাদুর রান্নাবান্নার কথা মনে পড়ে? হ্যাঁ, সৌকর্য ঘোষাল পরিচালিত সেই ছোটদের 'রেনবো জেলি'র কথাই বলছিলাম। ২০১৮-র সেই 'রেনবো জেলি' দাগ কেটেছিল বহু সিনেমাপ্রেমীগদের মনে। আবার এবার সেই 'রেনবো জেলি' আসছে 'পক্ষীরাজের ডিম' হয়ে। এবার ঘোতনদের গন্তব্যস্থল কাল্পনিক 'আকাশগঞ্জ'।
এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সৌকর্য ঘোষালের সঙ্গে যোগাযোগ করা হলে পরিচালক বলেন, ‘এই সিক্যুয়েলে ঘোতন আর পপিনস আসছে। আর পরীপিসি তো স্বপ্নে এসেছিল, আর একই স্বপ্ন তো বারবার আসে না। আর গণ্ডারিয়া মামা তো মারা গিয়েছে। আর অনাদিদা ওখানেই আছেন, কারণ ওখানেই ওঁর চায়ের দোকান, আর কাবুলিও কলকাতার। তবে এই গল্পটা একটা গ্রামের গল্প। রেনবো জেলির পর ঘোতন (মহাব্রত বসু) তো গেল উকিলের সঙ্গে। এরপর পর থেকে গত ৫ বছর ঘোতনের জীবন কীভাবে কেটেছে, আর সে এখন কীভাবে আছে, সেটা নিয়েই পক্ষীরাজের ডিমের গল্প।’
আরও পড়ুন-BTS তারকাদের সঙ্গে দেখা করতে চায়, বাড়ি থেকে পালালো মুর্শিদাবাদের ৩ স্কুল ছাত্রী
এই গল্পে অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় প্রসঙ্গে সৌকর্য বলেন, ‘অনির্বাণ হলেন এখানে ঘোতনের মেন্টর। ঘোতনের মায়ের স্বপ্ন ছিল ওঁর ছেলে বিজ্ঞানী হবে। আর ঘোতন যে গ্রামে এখন থাকে, সেখানে ওর সঙ্গে একটা খ্যাপাটে বিজ্ঞানীর আলাপ হয়, সেই হবে ঘোতনের মেন্টর।’ সৌকর্য জানান আগামী সপ্তাহ থেকেই শিমুলতলায় শ্যুটিং শুরু হবে।
গল্পে পপিন্স (অনুমেঘা বন্দ্যোপাধ্যায়) ঘোতন সমস্যায় পড়লে সে তাকে সাহায্য করতে যাবে। পপিন্স অবশ্য কলকাতার স্কুলে পড়ে। এখানে শ্যামল চক্রবর্তী অভিনয় করছেন বিজ্ঞানী বটব্যলের (অনির্বাণ) অ্যাসিসটেন্টের চরিত্রে। এছাড়াও এই ছবিতে রয়েছেন ব্লাইন্ড অপেরা থিয়েটারের শুভাশিস গঙ্গোপাধ্যায় এবং অনুজয় চট্টোপাধ্যায়।
জানা যাচ্ছে জি স্টুডিও এবং SVF- নিবেদিত এই ছবির মিউজিক করছেন নবারুণ বসু। ক্যামেরায় রয়েছেন সৌমিক হালদার আর ক্রিয়েটিভ ডিরেকশন এবং কস্টিউম ডিজাইনে পূজা চট্টোপাধ্যায়। শিমুলতলা ছাড়াও কলকাতাতেও ছবির একটি অংশের শ্যুটিং হবে বলে জানা যাচ্ছে।