বাংলা নিউজ > বায়োস্কোপ > BTS-Murshidabad: BTS তারকাদের সঙ্গে দেখা করতে চায়, বাড়ি থেকে পালালো মুর্শিদাবাদের ৩ স্কুল ছাত্রী

BTS-Murshidabad: BTS তারকাদের সঙ্গে দেখা করতে চায়, বাড়ি থেকে পালালো মুর্শিদাবাদের ৩ স্কুল ছাত্রী

BTS-এর টানে ঘরছাড়া মুর্শিদাবাদের স্কুল পড়ুয়া

শালিমার স্টেশন থেকে বাড়ি থেকে পালিয়ে আসা ৩ ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা। ছাত্রীদের দাবি তাঁরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে BTS গ্রুপের সঙ্গে স্টেজে গানবাজনারা সুযোগ দেওয়া হবে। তারপরই তারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার BTS-এর জনপ্রিয়তা পৌঁছেছে মুর্শিদাবাদেও। BTS তারকাদের সঙ্গে যোগ দিতে ঘরছুট মুর্শিদাবাদের তিন স্কুল পড়ুয়া। মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার দুই নবম শ্রেণি এবং এক সপ্তম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে পালিয়ে মুম্বই যাওয়ার পথে ধরা পড়ল হাওড়া পুলিশের জালে।

৫ সেপ্টেম্বর, বিকেলে বাড়ি থেকে কিছু টাকা পয়সা ও জামাকাপড় নিয়ে পালিয়ে যায় ওই তিন ছাত্রী। প্রথম ট্রেন ধরে তাঁরা পৌঁছোয় শিয়ালদহ স্টেশনে। তারপর সেখানে থেকে ট্যাক্সি করে তারা সল্টলেকে পৌঁছোয়। তবে সেখানে কোনও হোটেল না পেয়ে তারা আবারও শিয়ালদহ স্টেশনে ফিরে যায়। ততক্ষণে মুর্শিদাবাদ পুলিশ ওই তিন ছাত্রীর খোঁজ শুরু কর দিয়েছে। বিষয়টি জানতে পারেন হাওড়া সিটি পুলিশের অন্তর্গত সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা। তিনি ওই ছাত্রীদের একজনের কাছে থাকা মোবাইল ট্র্যাক করতে থাকেন। সেভাবেই হাওড়া থেকে সল্টলেক হয়ে শিয়ালদহ অবধি ওই তিন ছাত্রী খোঁজখবর শুরু হয়। 

আরও পড়ুন-'কঙ্গনাকে সামনে পেলে দুটো চড় কষতে চাই', কেন এমন বললেন পাক অভিনত্রী নওশীন!

শেষপর্যন্ত শালিমার স্টেশনে ওই তিন ছাত্রীর খোঁজ মেলে। শালিমার স্টেশনের ওয়েটিং রুমে লুকিয়ে ছিল ওই তিন ছাত্রী। সাঁতরাগাছি পুলিশ ওই তিন ছাত্রীকে উদ্ধার করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে  সাঁতরাগাছি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল সিনহা জানতে পারেন অনলাইনের মাধ্যমে তারা BTS গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে BTS গ্রুপের সঙ্গে স্টেজে গানবাজনারা সুযোগ দেওয়া হবে। তারপরই তারা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য বের হয়ে পড়ে। ছাত্রীদের কাছে থাকা মোবাইল নম্বর ধরেই তারা কার সঙ্গে এতদিন যোগাযোগ করছিল, সেটা জানতে চেষ্টা করছে পুলিশ। তারা কীভাবে শিয়ালদহ, সল্টলেক, হয়ে শালিমার এল, সেটাও জানার চেষ্টা চলছে। দক্ষিণ কোরিয়ার BTS গানের গ্রুপ এরাজ্যেও সমান জনপ্রিয়। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে কাজ করছে দুষ্কৃতীচক্র। এই তিন ছাত্রীর সঙ্গেই এমন যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের অনুমান ছাত্রীদের দুষ্কৃতীদের ফাঁদে পড়ার সম্ভবনাই বেশি।

বন্ধ করুন