বাংলা নিউজ > বায়োস্কোপ > Syed Arefin: 'রোজা রেখেছি, নমাজ পড়ব, তারপর থাকছে স্পেশাল খাওয়াদাওয়া',ইদের পরিকল্পনা জানালেন ‘যোগমায়া’র নায়ক সৈয়দ আরেফিন

Syed Arefin: 'রোজা রেখেছি, নমাজ পড়ব, তারপর থাকছে স্পেশাল খাওয়াদাওয়া',ইদের পরিকল্পনা জানালেন ‘যোগমায়া’র নায়ক সৈয়দ আরেফিন

ইদে কী করছেন 'যোগমায়া'র নায়ক

অভিনেতা সৈয়দ আরেফিন বলেন, ‘ইদে কোনও কাজ রাখিনি। বাড়ির লোকজনের সঙ্গেই এইদিনটা কাটাব। মা-বাবা, ভাই আর কিছু তুতো ভাইবোন রয়েছে, তাঁদের সঙ্গে কাটবে, স্পেশাল খাওয়া-দাওয়া হবে। এটাই…।’

চাঁদ দেখা গিয়েছে, ১১ এপ্রিল বৃহস্পতিবার গোটা দেশজুড়ে পালিত হতে চলেছে খুশির ইদ। রমজান শেষে ইদ-উল-ফিতর পালন করবেন গোটা দেশের ইসলাম ধর্মাম্বলম্বী মানুষ। আম-আদমি থেকে তারকা সকলেই সামিল হবেন এই উৎসবে। ইদ উপলক্ষ্যে Hindustan Times Bangla-র সঙ্গে নিজের পরিকল্পনা ভাগ করে নিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'যোগমায়া'র নায়ক ‘রেহান চট্টোপাধ্যায়’ অর্থাৎ অভিনেতা সৈয়দ আরেফিন।

এবারে ইদ কীভাবে সেলিব্রেট করার পরিকল্পনা?

অভিনেতা সৈয়দ আরেফিন বলেন, ‘ইদে কোনও কাজ রাখিনি। বাড়ির লোকজনের সঙ্গেই এই দিনটা কাটাব। মা-বাবা, ভাই আর কিছু তুতো ভাইবোন রয়েছে, তাঁদের সঙ্গে দিনটা কাটবে, স্পেশাল খাওয়া-দাওয়া হবে। এটাই…।’ 

ইদ স্পেশাল মেনুতে কী রয়েছে?

আরেফিন জানান, ‘আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। সারা বছর তো এসব বিশেষ খাই না। তবে কাল কোনও বিধিনিষেধ না মেনেই খাব। ইদের আগে তো রোজা থাকে, আমি প্রতিবছরই রোজা রাখি। এবারও রেখেছি। ইদে নমাজ পড়ব, তারপর ইদের স্পেশাল খাওয়াদাওয়া তো হবেই। মা বিরিয়ানির থেকে পোলাওটাই বেশি ভালো বানান, তাই বিরিয়ানি খেতে কাকিমার বাড়ি যাব। ’

আরও পড়ুন-বয়সে ছোট, তবু ভরা মঞ্চে পায়ে হাত দিয়ে প্রণাম, বাদশার কাণ্ডে কী করলেন অরিজিৎ সিং?

আর ইদের কেনাকাটা?

আরেফিনের কথায়, ‘আমি ইদে আলাদা করে নিজের জন্য খুব একটা কিনি না, কারণ, সারাবছরই জামাকাপড় কিনি। তবে হ্যাঁ, বাড়ির সকলকে জামাকাপড় কিনে দি। বাবা আর ভাইয়ের জন্য পাজামা-পাঞ্জাবি, মায়ের জন্য শাড়ি কিনেছি। আমি নিজেরও একটা নতুন ফ্যাশান ব্র্যান্ড লঞ্চ করেছি। সেটাও এই ইদে স্পেশাল। এটা মহিলা ও পুরুষদের জন্য ফ্যাশান ব্র্যান্ড। এতদিন এটা অনলাইন বিজনেজ ছিল, এবার স্টোরও লঞ্চ করেছি। সিউড়ি-তে একটা স্টোর খোলা হয়েছে। আমি মফঃস্বলে বড় হয়েছি। আমার বাড়ি চিত্তরঞ্জনে, আর মামারবাড়ি আসানসোল। তাই মফঃস্বল শহর সিউড়িতেই আমি প্রথম ফ্যাশান ব্র্যান্ডের স্টোর খুলছি। বাকি শহরেও খুলব।’

যাকাত (zakat)

আরেফিন জানান ‘ইদে একটা বিষয় আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হল যাকাত দেওয়া। যাঁরা ইসলাম মানেন, তাঁরা সারা বছর যা রোজগার করেন, তার ২.৫ শতাংশ যাকাত দেন গরিবদের। এটা কিন্তু দান নয়। ইসলামে বলা হয়, এই ২.৫ শতাংশ রোজগারে আমাদের কোনও অধিকার নেই, তাই আমরা এটা যাকাত হিসাবে দি। আমি প্রতিবছরই ইদে গরীব মানুষদের যাকাত দি। এটাও আমার কাছে একটা সেলিব্রেশন। আনন্দ।’

বায়োস্কোপ খবর

Latest News

অনন্ত চতুর্দশীর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিন ক্ষণ তিথি ও শুভ সময় 'ওহ মারা গেছে..',শাহরুখকে ছেলের মৃত্যু সংবাদ দেয় কাজল,করণের চোখে জুটির সেরা সিন! দলীপে রানের পাহাড়ে রুতুরাজরা, ঈশ্বরনদের পালটা হাফ-সেঞ্চুরিতে জমে গিয়েছে লড়াই লন্ডন থেকে ফিরেই ৪৫ মিনিট নেটে অনুশীলন কোহলির! প্রথম দিনে পুরোদমে বোলিং বুমরাহর… ভাই-বোনেরা রাস্তায়, জমির শসা নিয়েই অবরোধস্থলে যুবক, ছবি দেখে আবেগে ভাসছে বাংলা ১০ ম্যাচে ৮৮ রান! আজমের মধ্যে প্রতিভা দেখছেন বাবা মইন! একহাত নিলেন রামিজ রাজাকে… হকির ময়দানে ভারত-পাক লড়াই,কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা? 'জুনিয়র ডাক্তারদের জন্য ২৯ মূল্যবান জীবন হারালাম', ২ লাখ টাকা করে দেবেন মমতা আমি সচিনের সঙ্গেও খেলেছি, তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.