বাংলা নিউজ > বায়োস্কোপ > Ditipriya Roy: চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া! HT Bangla-য় প্রথমবার মুখ খুললেন ‘রানি রাসমনি’, মনের মানুষটি কে?

Ditipriya Roy: চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া! HT Bangla-য় প্রথমবার মুখ খুললেন ‘রানি রাসমনি’, মনের মানুষটি কে?

প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)

Ditipriya Roy in Love: ভয়কে জয়! দিতিপ্রিয়ার জীবনে বসন্তের ছোঁয়া, প্রেমে পড়লেন টেলিপাড়ার রানি রাসমনি। হিন্দুস্তান টাইমস বাংলায় জানালেন মনের কথা। 

রঙের উৎসবের রেশ এখনও কাটেনি। এই বসন্তেই অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জীবনে অনুরাগের ছোঁয়া! হ্যাঁ, প্রেমে পড়েছেন ছোটপর্দার ‘রানি রাসমনি’। এই বসন্তে কার প্রেমে রাঙা এই টলি সুন্দরী? 

দোলের দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক মিস্ট্রিম্যানের সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন দিতিপ্রিয়া। সঙ্গে একেঁছিলেন লাভ ইমোজি। ছবিতে দেখা গিয়েছে সদ্য আবির খেলে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দুজনে। পরস্পরের উপর থেকে চোখ সরছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন দুজনে। ছবি জুড়ে প্রেমপ্রেম ভাব!

সত্যি কি প্রেম করছেন রানিমা? উত্তর খুঁজতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। ইউনিভার্সিটিতে ক্লাসের ব্যস্ততা, তার ফাঁকেই ফোন ধরলেন। মুচকি হেসে অকপট জবাব, ‘হ্যাঁ, আমরা প্রেম করছি। তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না’। নিজের মনের মানুষের নাম বা পেশা কোনওটাই এখন সামনে আনতে চান না দিতিপ্রিয়া। 

অভিনেত্রী বললেন, ‘এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে। যার মধ্যে একবিন্দু সত্যতা নেই। সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ-অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে। এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না।’ 

জানা যায়, দিতিপ্রয়ার প্রেমিক গ্ল্যামার দুনিয়ার মানুষ নয়। খুব বেশিদিনের চেনাশোনাও নয় দুজনের। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে নাকি পুরোপুরি কনফিডেন্ট তাঁরা। তাই লুকোছাপার পথে হাঁটতে রাজি নন। দিতিপ্রিয়া বরাবরই সহজ কথার মানুষ। জানালেন, খুব শীঘ্রই প্রেমিকের নাম-পরিচয় নিজেই জানাবেন। আপতত সেই সুখবের অপেক্ষা। 

এর আগে প্রেম নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, বেশ কয়েকবার চেষ্টাও প্রেম হয়নি তাঁর। কারণ? দিতিপ্রিয়া জানান, ‘আমার খুব ভয় লাগে। আমার দায়িত্ব নিতে খুব ভয় করে। আমার মনে হয় একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর আমি নই এখনও। একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে, প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে। একটু সময় দিতে হবে। সবটা খেলার ছলে হয় না। সেটা খুব সহজাত। সঠিক সময়ের অপেক্ষায় আছি।’ অবশেষে সেই সঠিক সময় এসে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না! 

অভিনেত্রী আরও বলেছিলেন, ‘আমি ইমপ্রেস হওয়ার হলে এমনি হয়ে যাব, কাউকে কিছু করতে হবে না। আমি কোনও ছেলেকে দেখেই ধুপ করে প্রেমে পড়ে যাই না। লাভ অ্যাট ফার্স্ট সাইটে আমি কারুর প্রেমে পড়িনি।' নতুন এই শুরুর জন্য হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অনেক শুভেচ্ছা রইল দিতিপ্রিয়ার জন্য। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘খুব তো হেলমেট ছুড়েছিলে’! চিন্নাস্বামীতে আবেশকে দেখেই আওয়াজ RCB সমর্থকদের! ‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.