বাংলা নিউজ > বায়োস্কোপ > Divya Pahuja: একসময় গ্যাংস্টারের সঙ্গে সম্পর্কে ছিলেন, খুন করা হল ২৭-বছরের মডেল দিব্যাকে, টেনেহিঁচড়ে বের করা হল দেহ

Divya Pahuja: একসময় গ্যাংস্টারের সঙ্গে সম্পর্কে ছিলেন, খুন করা হল ২৭-বছরের মডেল দিব্যাকে, টেনেহিঁচড়ে বের করা হল দেহ

দিব্যা পাহুজা

জানা যাচ্ছে, গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, সন্দীপের ভাই-বোন এবং অভিজিৎ সিং-এর নামে। দাবি ছিল ওঁরা ষড়যন্ত্র করে তাঁদের মেয়েকে খুন করতে চাইছে। এরপর থেকেই নাকি দিব্যার উপর রাগ ছিল অভিজিতের।

ফের বিনোদন দুনিয়ায় অপরাধ জগতের ছায়া। ২৭ বছরের মডেলকে খুন করার অভিযোগ উঠল হোটেল মালিকদের বিরুদ্ধে। মৃত মডেলের নাম দিব্যা পাহুজা। গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে খুন করা হয় ওই মডেলকে। খুনের দায়ে অভিযুক্ত হোটেল মালিক অভিজিৎ সিং। 

তবে শুধুই খুন নয়, অভিযোগ আরও গুরুতর। অভিযোগ, খুনের পর দিব্যার দেহ পাচারের জন্য এক সহযোগীকে ১০ লক্ষ টাকা দেন ওই হোটেল মালিক। হোটেলের CCTV ফুটেজে দেখা যায় দিব্যার দেহ টেনেহিঁচড়ে হোটেল থেকে বের করা হচ্ছে। অভিজিৎ সহ খুনের সন্দেহভাজনদের একটা নীল বিএমডব্লিউ গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের সঙ্গেই ছিল দিব্যার মৃতদেহ। মঙ্গলবার রাত ১০.৪৫ মিনিট নগাদ তিনজন অভিযুক্তকে দিব্যার দেহ চাদরে মুড়ে হোটেল থেকে বিএমডব্লিউতে তুলতে দেখা যায়।

CCTV ফুটেছে দেখা যায় ২ জানুয়ারি রাতে হোটেলের ১১ নম্বর ঘরের দিকে যেতে দেখা যায় অভিজিৎ সিং সহ এক পুরুষ ও মহিলাকে। এরপরই সেই ঘরে ঢুকে দিব্যাকে খুন করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন-সেবার শ্যুটিংয়ে সকলের সঙ্গে ভীষণই খারাপ ব্যবহার করছিলেন, মনোজই ছিলেন যন্ত্রণার কারণ: হনসল

ঘটনার তদন্তে নেমে হোটেল মালিকের বিরুদ্ধে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই প্রধান সন্দেহভাজন অভিজিৎ সিং সহ মোট তিনজনকে (অন্য দু'জনকে প্রকাশ এবং ইন্দ্ররাজ) মঙ্গলবার গ্রেফতার করে গুরুগ্রাম ক্রাইম ব্রাঞ্চ। প্রকাশ ও ইন্দ্ররাজ দুজনেই অভিজিতের হোটেলে কাজ করতেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, গুরুগ্রাম পুলিশ, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এই হত্যার ঘটনার তদন্ত করছে পুলিশ। ক্রাইম ব্রাঞ্চের বেশ কয়েকটি দল মৃতদেহটি সনাক্ত করতে পাঞ্জাব এবং অন্যান্য অঞ্চলে অভিযান চালাচ্ছে। দিব্যার পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিজিৎ সিং সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা যাচ্ছে, কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলির সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। এরপরই দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন, সন্দীপের ভাই-বোন এবং অভিজিৎ সিং-এর নামে। অভিযোগ ছিল ওঁরা ষড়যন্ত্র করে তাঁদের মেয়েকে খুন করতে চাইছে। এরপর থেকেই নাকি দিব্যার উপর রাগ তৈরি হয়েছিল অভিজিৎ সিং-এর। এর আগে সন্দীপের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন দিব্যা। গতবছরই তিনি জামিনে মুক্তি পান।

 

বায়োস্কোপ খবর

Latest News

রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' পাঁচ তলায় দেখেছিলেন এক নার্স! আরজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জন্যে? কাশ্মীরে গিয়ে ঘোড়া চড়ে সমালোচনায় ইমন-নীলাঞ্জনা, কী জবাব দিলেন গায়িকা? LIVE: ধর্ষণের হুমকি দিচ্ছে! RG কর মামলার লাইভস্ট্রিমিংয়ের বিরোধিতা সিব্বলের কেমন ছিল বিরাট কোহলির সঙ্গে তাঁর প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা? কী বললেন সরফরাজ খান? মমতার অস্বস্তি বাড়িয়ে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর 'জ্যোতি বসুর পর পরিপক্ক রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়',মত জীতুর, নেটপাড়া বলছে. বাংলাদেশকে ২০০ একর জমি 'ফেরাতে' পারে ভারত, দাবি রিপোর্টে দেননি শোকজের জবাব, সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করার পথে রাজ্য মেডিক্যাল কাউন্সিল RG করের 'জাস্টিস'-র মিছিলে পরিচয়! তরুণীকে 'গণধর্ষণ' ২ যুবকের, বামেদের তোপ TMC-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.