শুধু বিরাট-অনুষ্কা বা সোনম কাপুর নন, রানি মুখোপাধ্যায়ও তাঁর মেয়ে আদিরাকে বরাবর ক্যামেরা থেকে দূরেই রাখেন। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, এত ছোট বয়সে মেয়েকে অবাঞ্ছিত জনপ্রিয়তার মধ্যে আনতে চান না। সঙ্গে তাঁর মেয়েও নাকি বাবা আদিত্যর মতো গুরুগম্ভীর। একেবারে ভালোবাসে না ছবি তুলতে।
রানি বিয়ে করেছেন আদিত্য চোপড়াকে, যিনি একজন সুপরিচিত চলচ্চিত্র প্রযোজক এবং যশ রাজ ফিল্মসের প্রধান। ২০১৫ সালের ডিসেম্বর মাসে জন্ম তাঁদের সন্তানের। বর্তমানে সে পা রেখেছে ৮ বছরে। এতদিন মিডিয়ার থেকে দূরে থাকলেও, অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠান থেকে অবশেষে সামনে এল এই তারকা-সন্তানের এখ ঝলক।
রানি সম্প্রতি জামনগরে অনন্ত আম্বানি এবং রাধিকা প্রাক-বিবাহ অনুষ্ঠানের তিন দিনব্যাপী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে তাঁর লুক মুগ্ধ করেছে তাঁর একাধিক ভক্তকে। সেই অনুষ্ঠান থেকে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিয়ো। তার মধ্যে একটিতে দেখা গেল আদিরাকে। রানি তাঁর মেয়েকে রজনীকান্ত ও তাঁর স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। খুদে একটি লাল রঙের লেহেঙ্গা চোলি পরেছিল সঙ্গে ম্যাচিং দুপাট্টা।
এক নেটিজেন রেডিট প্ল্যাটফর্মে শেয়ার করে নেন ভিডিয়োটি। সেখানে থাকা ফিল্মি বাফেরা যাকে বলে হতবাক আদিরাকে দেখে। কারও দাবি, সে পুরো নাকি মায়ের জেরক্স কপি। একজন কমেন্টে লিখলেন, ‘এ তো মিনি রানি’। অপরজনের মন্তব্য, ‘যশরাজ ফিল্মসের পরবর্তী মালিক! সুন্দরী উত্তরাধিকারী। ’অন্যরা আম্বানির ইভেন্টে মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য অভিনেত্রীর প্রশংসা করেছেন।
এর আগে কফি উইথ করণে, মেয়েকে মিডিয়ার নজর থেকে দূরে রাখার কারণও বলেছিলেন রানি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ওঁরা (পাপারাজ্জিরা) জানেন আদি কেমন। এই সিদ্ধান্তটা আসলে আমাদের একসঙ্গে নেওয়া। আমরা আদিরার ছবি প্রকাশ্যে আনতে চাই না, কারণ আমাদের আলাদা ভাবনা রয়েছে। আমরা কীভাবে ওকে বড় করতে চাই, তা আমাদের কাছে স্পষ্ট। যাতে ও স্কুলে বিশেষ সুবিধা বা না পায়, আর পাঁচজন শিশুর মতোই বড় হতে পারে তা চাই আমরা। আর এটা তখনই সম্ভব, যদি ওর ছবি প্রকাশ্যে না আসে, ওকে কেউ না আমাদের সন্তান বলে চেনে। তাই মা হওয়ার প্রথম বছর, যখন আমি আদিরাকে নিয়ে বেড়াতে বের হতাম, তখনই সকলকে অনুরোধ করেছিলাম, যাতে কেউ বাচ্চার ছবি না তোলে। সকলে আমাদের অনুরোধকে সম্মান করেছেন। এখনও করছেন।’