বাংলা নিউজ > বায়োস্কোপ > Rituparna Sengupta: আন্তর্জাতিক সম্মানের দৌড়ে ঋতুপর্ণার মহিষাসুরমর্দিনী, ইনস্টায় খুশির খবর ভাগ নায়িকার

Rituparna Sengupta: আন্তর্জাতিক সম্মানের দৌড়ে ঋতুপর্ণার মহিষাসুরমর্দিনী, ইনস্টায় খুশির খবর ভাগ নায়িকার

আন্তর্জাতিক সম্মানের দৌড়ে ঋতুপর্ণার ছবি

Rituparna Sengupta: খুশির খবর জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। Fipresci জুরি আওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে মহিষাসুরমর্দিনী। ৫০টা ছবির মধ্যে নিজের জায়গা অর্জন করে নিয়েছে এই ছবি।

মহিষাসুরমর্দিনীর (Mahishashurmardini) মাথায় নতুন মুকুট। রঞ্জন ঘোষের এই ছবিটি Fipresci জুরি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এই ছবিটি ৫০টি ছবির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে। নারীকেন্দ্রিক এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), সঙ্গে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), প্রমুখ। এই ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল।

Fipresci জুরি অ্যাওয়ার্ডের জন্য ভারত থেকে যে ৫০টি ছবিকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণার মহিষাসুরমর্দিনী। আর সেই খবর স্বয়ং অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নিলেন। দিলেন খুশির খবর।

মহিষাসুরমর্দিনী এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর ঋতুপর্ণা জানিয়েছেন, 'Fipresci -এর মতো একটি প্ল্যাটফর্মে মহিষাসুরমর্দিনী মনোনীত হয়েছে, ফলে এটা আমাদের কাছে দারুন সাফল্যের ব্যাপার। দারুণ গর্বেরও। এই ছবিতে যা বলতে চাওয়া হয়েছে সেটা খুবই জরুরি। তাই এই ছবিটা একটা প্রভাব তো ফেলবেই। ভারত থেকে যে ৫০টি ছবি নির্বাচিত হয়েছে তার মধ্যে মহিষাসুরমর্দিনী থাকায় আমি খুবই গর্বিত। আমি চাই এই ছবিটি যেন সেরার তালিকা পর্যন্ত যায়। একই সঙ্গে এই খেতাব জয় করে আনে।' তিনি একই সঙ্গে তাঁর বক্তব্যে প্রযোজককে ধন্যবাদ জানান এই ছবিটির জন্য।

এই ছবিতে সমাজের এক নারী যে লড়াই লড়েন সেটাকে তুলে ধরা হয়েছে। মহিষাসুরমর্দিনী নারীদের উপর ঘটা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার বার্তা দেওয়া হয়েছে। এই ছবিটির উপর রঞ্জন ঘোষ ১০ বছর কাজ করেছেন।

মহিষাসুরমর্দিনীর বিষয়ে পরিচালক জানিয়েছেন, এই ছবিটি হ্যাবিট্যাট ফিল্ম ফেস্টিভ্যালে নয় বরং থিয়েটার ফেস্টিভ্যালে দেখানো হয়। তাঁর কথায়, 'গত বছর এই চলচ্চিত্র উৎসবের জন্য ছবিটি জমা দিই। কিন্তু এটায় যেহেতু ছবি আর নাটকের মিশেল আছে সেহেতু এটা ফিল্ম ফেস্টিভ্যালে নয়, থিয়েটার ফেস্টিভ্যালে দেখানো হয়। আমাদের দেশের কোনও ছবি এই প্রথমবার কোনও থিয়েটার উৎসবে দেখানো হয়েছে।'

বন্ধ করুন