বাংলা নিউজ > বায়োস্কোপ > Kirti Kulhari: সেক্স সিন করতে সাহস জুগিয়েছিল প্রাক্তন স্বামী, অকপট স্বীকারোক্তি কীর্তি কুলহারির

Kirti Kulhari: সেক্স সিন করতে সাহস জুগিয়েছিল প্রাক্তন স্বামী, অকপট স্বীকারোক্তি কীর্তি কুলহারির

‘ফোর মোর শটস’-এর একটি দৃশ্যে বোল্ড কীর্তি কুলহারি

Kirti Kulhari: যৌন দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে সাহস জুগিয়েছিল প্রাক্তন স্বামী, মেনে নিলেন ‘ফোর মোর শটস’ অভিনেত্রী।

গত বছরই দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেত্রী কীর্তি কুলহারি (Kirti Kulhari)। সম্পর্ক ভাঙলেও প্রাক্তন স্বামীর প্রতি চিরকৃতজ্ঞ নায়িকা। কারণ তাঁর কেরিয়ারে স্বার্থে সবসময় পাশে ছিলেন প্রাক্তন স্বামী সাহিল সেহগল (Saahil Sehgal)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘ফোর মোর শটস প্লিজ!’-এর যৌন দৃশ্য গুলিতে অভিনয় করতে সাহিলই সাহস জুগিয়েছেন তাঁকে।

সদ্যই আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ‘ফোর মোর শট্‌স প্লিজ’-(Four More Shots Please!) এর তৃতীয় সিজন। চার নারীর জীবনের ওঠাপড়া, তাঁদের সাফল্য-ব্যর্থতা গল্প নিয়ে রঙ্গিতা প্রীতিশ নন্দি এবং ইশিতা প্রীতিশ নন্দি এই ওয়েব সিরিজ। কীর্তি ছাড়াও এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সায়নী গুপ্তা, বাণী জে এবং মানবী গাগরু। এই সিরিজে পেশায় আইনজীবী, এক সিঙ্গল মাদারের চরিত্রে রয়েছেন কীর্তি। সিরিজের প্রথম দুই সিজনে খুল্লমখুল্লা সেক্স সিনে অভিনয় করতে দেখা গিয়েছে কীর্তিকে। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে বহু অভিনেত্রীরই ছুৎমার্গ রয়েছে, তবে কীর্তির এই সাহসী রূপের পিছনে রয়েছে তাঁর প্রাক্তন স্বামী!

কীর্তি এক সাক্ষাৎকারে জানিয়েছেন,'আমার বিয়ে হয়েছিল ২০১৬-য়। আর আমাকে বলতেই হচ্ছে আমার প্রাক্তন স্বামী সাহিল এই বিষয়ে আমাকে সম্পূর্ণ সাপোর্ট করেছে। ওর মধ্যে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতা ছিল না। ও কখনও বলতো না, ‘পর্দায় তুমি চুমু খেতে পারবে না বা কোনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারবে না’, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকেই এমনটা (বাধা দেয়) করে থাকে। এটা আমার খুব প্রাচীনপন্থী বলে মনে হয়। আমাকে সাহিলই আত্মবিশ্বাস জুগিয়েছিল, সমর্থন করেছিল চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করতে'।

গত বছর ইনস্টাগ্রাম পোস্টে সাহিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেন কীর্তি। তবে অভিনেত্রী জানিয়েছিলেন কাগজে-কলমে নয়, বরং দু’জনেই দু’জনের জীবন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং আইনি বিচ্ছেদ হয়নি দুজনের এমনটাই ধারণা। আজও নায়িকার ইনস্টাগ্রামে জ্বলজ্বল করে প্রাক্তন স্বামীর সঙ্গে একাধিক পুরোনো পোস্ট। সেই স্মৃতি মুছে ফেলেননি কীর্তি।

বিচ্ছেদের কথা ঘোষণা করে কীর্তি লিখেছিলেন-'কারুর সঙ্গে থাকবার সিদ্ধান্তের চেয়ে কাউকে ছাড়া থাকবার সিদ্ধান্ত নেওয়াটা বেশি কঠিন। কারণ আপনাদের এক হওয়াটা বহু মানুষ সেলিব্রেট করবে, কিন্তু আলাদা হওয়াটা সেই সব মানুষগুলোর অনেকেই দুঃখ,কষ্ট দেবে। তবে বিশ্বাস করুন এটা সহজ নয়, সহজ হওয়ার কথাও নয়।'

 

বন্ধ করুন