গত ২৮ মে এক অভিনব ঘটনার সাক্ষী থেকেছিল গোটা বিশ্ব। ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন হয় এদিন। ব্রিটিশ যুগে বানানো সংসদ ভবন ছেড়ে পা রাখা হয় ব্র্যান্ড নিউ সংসদ ভবনে। আর এই গোটা বাড়িটির একটি ভিডিয়ো বানানো হয় সেই উপলক্ষ্যে। সেই ভিডিয়ো নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহরুখ খান সকলেই সেই ভিডিয়ো শেয়ার করেন।
এই ১.৪৭ মিনিটের ভিডিয়োতে নতুন সংসদ ভবনকে তুলে ধরা হয়েছে। বিভিন্ন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আগুনে মতো ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। কিন্তু যিনি এই ভিডিয়ো বানিয়েছেন তাঁকে চেনেন কী? এই ভিডিয়োর নির্মাতা হলেন চিত্রনির্মাতা হাসান আখতার। তিনি লখনউয়ের বাসিন্দা আদতে কিন্তু এখন থাকেন মুম্বইতে।
এই ভিডিয়োর বিষয়ে হাসান জানিয়েছেন, 'এই ভিডিয়ো তুলে এডিট করা হয়েছে মাত্র ৬ দিনে। এবং এটা মনোনীত হয়েছে খোদ প্রধানমন্ত্রীর অফিস থেকে। নরেন্দ্র মোদী কিছু পরিবর্তন এনেছেন এই ভিডিয়ো। তাঁর নির্দেশ মেনে বাকিটা ঠিক করে ফাইনাল করা হয়।'
তিনি এই বিষয়ে আরও জানিয়ে বলেন, 'মাত্র ২.৫ মাস আগেই আমার কাছে এই প্রজেক্টটা এসেছিল। প্রথমে কোনও ডেডলাইন ছিল না এই ভিডিয়ো লঞ্চের ক্ষেত্রে কারণ তখন সংসদ ভবন তখনও তৈরি হচ্ছিল। কাজ চলছিল। উদ্বোধনের কিছুদিন আগেই আমাদের হুট করে জানানো হয় যে ভিডিয়ো লাগবে।' তিনি তাঁর ৩৫ জন কর্মীকে নিয়ে এই গোটা ভিডিয়ো শুট করেন। এডিট করেন। মাত্র ৬ দিনে সব কাজ সেরে সেটা প্রকাশ করা হয়। তিনি জানান 'একাধিক ড্রোন, চার পাঁচটি ক্যামেরা এবং অন্যান্য অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে গোটা শুট করা হয়েছে।'
ইতিমধ্যেই এই ভিডিয়ো ১৬.৭ মিলিয়ন ভিউজ পেয়েছে শাহরুখের টুইট থেকে। প্রধানমন্ত্রীর টুইট থেকে এটি ৩ মিলিয়ন ভিউজ পেয়েছে। তাঁর প্রযোজনা সংস্থা ক্রিসেন্ট হাউজের এটা সব থেকে বড় প্রজেক্ট ছিল বলে হাসান জানান।
যদিও বিশ্ব জুড়ে তাঁর এই ভিডিয়ো সমাদৃত হয়েছে তবুও তিনি জানিয়েছেন এখানে তিনি কেবল মাত্র ৫০ শতাংশ তুলে ধরতে পেরেছেন নতুন সংসদ ভবনের।
হাসান এর আগে মাস্টারশেফ ইন্ডিয়া, ইন্ডিয়ান আইডল, ইন্ডিয়াজ গট ট্যালেন্ট, ইত্যাদি প্রজেক্টে কাজ করেছেন।