সালটা ছিল ১৯৭২। পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় হিন্দি ছবি 'বাবুর্চি'। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন রাজেশ খান্না, জয়া বচ্চন (সেসময় ভাদুড়ী) পার্শ্ব চরিত্রে ছিলেন আসরানী। এবার সেই ছবিরই রিমেক হতে চলেছে। যদিও রিমেকের খবর অবশ্য বেশ পুরনো। তবে এখন খবর হল অবশেষে ‘বাবুর্চি’র রিমেক ছবিটির শ্য়ুটিং শুরু হচ্ছে। ছবির পরিচালনা করবেন অনুশ্রী মেহতা।
তবে এখন প্রশ্ন, 'বাবুর্চি'র রিমেকে জয়া বচ্চন, রাজেশ খান্নার চরিত্রে কাকে দেখা যাবে? এই প্রশ্নে পরিচালক অনুশ্রী মেহতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ‘আমি এখন একটা পর্যায়ে আছি যেখানে আমি এই চরিত্রগুলির জন্য অভিনেতাদের সঙ্গে কথা বলতে চাই এবং এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে চাই।’ অর্থাৎ পরিচালক অনুশ্রীর কথাতেই স্পষ্ট তিনি এখনও তিনি ‘বাবুর্চি’র জন্য জয়া বচ্চন, রাজেশ খান্নাদের চরিত্র যথাযত অভিনেতা খুঁজে পাননি। প্রসঙ্গত এই রিমেক ছবিটির প্রযোজনা করছে যাদুগার ফিল্মস ও সমীর রাজ সিপ্পি প্রোডাকশন।
পরিচালক অনুশ্রী মেহতা বলেন, ‘আমি ২০২৩ সালে এসেও বার্বচি দেখেছি। আসলে আমি কার্যত সেই ছবিটি দেখে বড় হয়েছি, একাধিকবার দেখেছি। আমি বারবার পুরানো ছবি দেখি. কারণ সেই সময়ের ছবির নির্মাতারা সত্যিই অনুপ্রেরণা জোগান। আমি মনমোহন দেশাই, হৃষিকেশ মুখোপাধ্যায়ের একান্ত ভক্ত। ’অমর আকবর অ্যান্টনি', ‘মিস্টার ইন্ডিয়া’, ‘চুপকে চুপকে’ এবং অবশ্যই ‘বাবুর্চি’ এই ছবিগুলি আমার বড়ই প্রিয়।
প্রসঙ্গত, রবি ঘোষ অভিনীত ১৯৬৬ সালে মুক্তি পাওয়া তপন সিনহা পরিচালিত বাংলা ছবি 'গল্প হলেও সত্যি'র রিমেক হল বাবুর্চি।
'বাবুর্চি' মতো আইকনিক ছবির রিমেক বানাতে ভয় করেনি?একথায় পরিচালক অনুশ্রী মেহতা বলেন, ‘দেখুন আমি একজন সচেতন এবং দায়িত্বশীল চলচ্চিত্র নির্মাতা। আমি আমার ছবির মাধ্যমে কী বার্তা দেব, সেবিষয়ে আমি সচেতন। আমি সবসময়ই কোনও অরিজিনাল বা রিমেক তৈরি করার চেষ্টায় আছি। যে কোনও ক্ষেত্রেই ভয়কে মোকাবিলা করা একটা বড় বিষয়। আমার প্রথম ছবিই এটা আমাকে শিখিয়েছিল। তাই আমি যখন ছবিটি বানাব, তাতে এটা করব বা ওটা করব না, এমন কোনও বিষয় থাকবে না। তবে দর্শকরা ঠিক কেমন চান, সেটা বুঝে, মূল বিষয়টি অক্ষত রেখেই ছবিটি বানাব।’
প্রসঙ্গত, রাধিকা আপ্তে অভিনীত ‘মিসেস আন্ডারকভার’ ছবির হাত ধরেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন অনুশ্রী মেহতা। এদিকে শুধুই 'বাবুর্চি' নয়, অমিতাভ এর 'মিলি', 'কশিশ'-এর মতো ছবিগুলিরও রিমেক তৈরি হতে চলেছে।