বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik Roshan: বয়স ৪৮ কে বলবে! হাড়ভাঙা পরিশ্রম জিমে, খাঁজকাটা অ্যাবসের ছবি দিলেন হৃতিক

Hrithik Roshan: বয়স ৪৮ কে বলবে! হাড়ভাঙা পরিশ্রম জিমে, খাঁজকাটা অ্যাবসের ছবি দিলেন হৃতিক

শরীরচর্চার ফাঁকে তোলা ছবি হৃতিকের

Hrithik Roshan: ‘ফাইটার’-এর জন্য কমিয়েছেন ওজন। কঠোর পরিশ্রম করে নিজেকে আরও শক্তপোক্ত করে তুলেছেন হৃতিক। তাঁর খাঁজ কাটা অ্যাবসের ছবি দেখে ঘুম উড়েছে নেটিজেনের।

২০২৩ সালটা শরীরচর্চা দিয়েই শুরু করতে চান। নেটমাধ্যমে নতুন ছবি পোস্ট করে এই ইঙ্গিত দিলেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন। নেটমাধ্যমে পেটের অ্যাবস শো-অফ করে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা।

‘ঠিক আছে। চলো এগোই। ২০২৩’, এইটুুকু ক্যাপশন দিয়েই নিজের তিনটি ছবি শেয়ার করেছেন হৃতিক। ছবিতে কালো ফুলহাতা সোয়েট-শার্ট তুলে নিজের পেটের অ্যাবস শো-অফ করেছেন অভিনেতা। মাথায় কালো ক্যাপ পরে তিনি। জিম সেশনের ফাঁকেই এই ছবি শেয়ার করেছেন হৃতিক। বছর ৪৮-এর অভিনেতার ফিটনেস দেখে রীতিমতো অবাক ভক্তরা।

আরও পড়ুন: ট্র্যাফিকে নাজেহাল দশা মিকার, গাড়ি ছেড়ে উঠলেন পুলিশের বাইকে, ভাইরাল ভিডিয়ো

কিছুদিন আগেই সপরিবারে সুইৎজারল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরেছেন হৃতিক। প্রেমিকা সাবা আজাদ এবং দুই ছেলেকের সঙ্গে বড় দিনটা বিদেশেই কাটিয়েছেন অভিনেতা। ক্রিসমাসে সুইৎজারল্যান্ড থেকে সকলের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি। গায়ে গরম পোশাক। ঝিরিঝিরি বরফ পড়ছে। তাই সবাই ছাতা মাথায় একই রকমের পোজ দিয়ে সেই ছবি তুলেছিলেন।

প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর সাবা আজাদের সঙ্গে সম্পর্কে জড়ান হৃতিক। তবে বিয়ে ভাঙলেও হৃতিকের সব খুশিতে শামিল হন সুজান, আবার সুজানের ক্ষেত্রেও তেমনটাই করে থাকেন হৃতিক। অন্য়দিকে, অভিনেতা আলি গোনির দাদা আরসলান গোনির সঙ্গে প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী তথা সঞ্জয় খান কন্যা।

‘ফাইটার’-এর শ্যুটিং নিয়ে আপাতত ব্যস্ত হৃতিক। প্রথমবার রুপোলি পর্দায় জুটিতে হৃতিক-দীপিকা! ফ্যানেদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবিতে ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে দেখা যাবে হৃতিককে। এই ছবির জন্য হাড়ভাঙা পরিশ্রম করেছেন অভিনেতা।

'ফাইটার'-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। বিগ বাজেট ছবি ‘ফাইটার’- থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য। বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য করে সেগুলি ফুটিয়ে তুলছে চান নির্মাতারা। নিজের কেরিয়ারে এই প্রথম ইন্ডিয়ান এয়ার ফোর্স এর এক অফিসারের ভূমিকায় দেখা যাবে হৃত্বিককে। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফাইটার’।

বন্ধ করুন