আজ সেই বহু প্রতিক্ষিত ১৬ জুন। অবশেষে মুক্তি পেয়েছে প্রভাস-কৃতির ‘আদিপুরুষ’। আর এই ছবি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্তে উন্মাদনা তুঙ্গে। শুক্রবার এক্কেবারে মর্নিং শোয়ে 'আদিপুরুষ' দেখতে হায়দরাবাদের ভ্রমরাম্বা সিনেমাহলে গিয়েছিলেন সেখানকার এক সিনেমাপ্রেমী দর্শক। আর সেখানেই অন্যান্য দর্শকদের হাতে বেজায় মার খেতে হল তাঁকে।
কিন্তু কী তাঁর অপরাধ?
খোঁজ নিয়ে জানা গেল, আক্রান্ত ব্যক্তি জেনে কিংবা না-জেনে প্রেক্ষাগৃহে ‘বজরংবলী’র জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন। আর তাতেই তাঁর উপর চড়াও হন অন্যান্যরা। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে বজরংবলীর আসনে বসা ওই ব্যক্তির উপর আক্রমণাত্মক মেজাজে রয়েছেন অনেকজন, তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে। এমনকি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও খবর। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে, তেলেঙ্গানার হায়দরাবাদের ভ্রমরাম্বা থিয়েটারে।
আরও পড়ুন-বড়ই খুঁত খুঁতে! 'দঙ্গল'-এ মহাবীর সিং ফোগাট হয়ে উঠতে আমির ঠিক কী করতেন জানেন?
আরও পড়ুন-বজরংবলীর জন্য সংরক্ষিত আসন, ‘আদিপুরুষ’-রামকে দেখা যেতেই সিনেমাহলে ঢুকল বানর…
'আদিপুরুষ'-দেখার জন্য দেশের প্রতিটি সিনেমাহলে ‘বজরংবলী’র জন্য একটি করে আসন সংরক্ষিত রাখা হয়েছে। এখবর এতদিনে সকলেরই জানা। 'তিরুপতি'তে আয়োজিত ছবিটির একটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরিচালক ওম রাউত চলচ্চিত্রের প্রযোজকদের অনুরোধ করেন দেশের যে সমস্ত হলে ছবিটি মুক্তি পাচ্ছে, সেখানে যেন একটি করে আসন বজরংবলীর জন্য সংরক্ষণ করা হয়। তাঁর বিশ্বাস, যখন যেখানে হিন্দু মহাকাব্য রামায়ণ পাঠ করা হয় বা প্রদর্শন করা হয় সেখানেই বজরংবলী উপস্থিত থাকেন। তাঁর সেই দাবি মেনেই প্রত্যেক সিনেমাহলে বজরংবলীর জন্য একটি করে আসন সংরক্ষিত রাখা হয়েছে।
এদিকে আবার শুক্রবারই দেশের এক সিনেমাহলে আদিপুরুষ চলাকালীন হলে একটি বানর ঢুকে পড়তে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে দেখা যায়, সিনেমাহলে উপরে একটি খোলা জায়গায় বসে উঁকি দিচ্ছিল বানরটি।ঘটনাচক্রে পর্দায় তখন 'রাম' রূপে প্রভাসকে দেখা যাচ্ছিল। যা দেখে গোটা হল তখন উল্লাসে ফেটে পড়ল। অনেকেই 'জয় শ্রীরাম' ধ্বনি তুললেন। কেউ আবার সিটি বাজিয়ে বসলেন।